১০০ দিনের কাজের বকেয়া টাকা ২১ ফেব্রুয়ারি দেওয়া হবে বলে আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই দিন বদল করা হয়। এখন এই টাকা দেওয়ার কাজ শুরু হবে ১ মার্চ থেকে। এই আবহে ১০০ দিনের কাজের টাকা নিয়ে নয়া এক নির্দেশিকা বা 'এসওপি' জারি করেছে নবান্ন। জানানো হয়েছে, ১০০ দিনের কাজের বকেয়া টাকা কাকে কাকে দেওয়া হচ্ছে, সেই সব ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ্যে টাঙানো হবে। লোকসভা ভোটের আগে ফের কোনও জালিয়াতির অভিযোগ যাতে তৃণমূল সরকারের বিরুদ্ধে না ওঠে, তার জন্যেই এই বিশেষ নির্দেশ বলে মনে করা হচ্ছে। এদিকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশাসন কীভাবে প্রচার চালাবে সেই নিয়েও একটি এসওপি জারি করাহ য়েছে। জানা গিয়েছে, সাত দফা প্রচার কর্মসূচির মাধ্যমে জেলাগুলিতে এই প্রচার চলবে। (আরও পড়ুন: সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হবে এবার? বিধানসভায়🐬 পে𝐆 কমিশন নিয়ে বড় মন্তব্য CM-এর)
আরও পড়ুন: আধার নিষ্ক্রিয় হও💛য়ার নেপথ্যে রয়েছে কোন ক💫ারণ? উঠে এল নয়া তথ্য
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী জানান, একশো দিনের কাজের মজুরি পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের অ্যাকাউন্ট🐭ে সরাসরি টাকা পাঠানোর কথা থাকলেও বৃহস্পতিবার বিধানসভায় দা🎐ঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেদিন অর্থ পাঠাতে পারছে না রাজ্য সরকার। আগামী ১ মার্চ থেকে রাজ্যের মনরেগা কর্মীদের মজুরির টাকা পাঠানো হবে।
আরও পড়ুন: 'যেখানে সেখানে হাত', উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রীদের 'পোশাক খꦐুলিয়ে' তল্লাশি
পূর্বঘোষণা অনুযায়ী ২১ ফেব্রুয়ারি কেন টাকা দেওয়া যাচ্ছে না? সেই বিষয়ে মমতা বলেছিলেন, 'সমীক্ষায় দেখা গিয়েছে𓆏 যে ১০০ দিনের কাজের টাকার প্রাপকদের সংখ্যা ২১ লাখ নয়...।﷽ কিছুটা বেড়েছে ১০০ দিনের কাজের জন্য অর্থ প্রাপকের সংখ্যা। সমীক্ষায় দেখা গিয়েছে যে ২১ লাখ কর্মীর পরিবর্তে ২৪.৫ লাখ মানুষ সেই টাকা পাবেন। সকলের বকেয়া টাকা দিতে আমাদের আরও টাকা লাগবে। সেই বাড়তি টাকা জোগাড় করতে রাজ্য সরকারের একটু সময় লাগবে। সেজন্য ২১ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকার প্রাপকদের বকেয়া অর্থ দেওয়া যাবে না। আগামী ১ মার্চ থেকে টাকা দেওয়া হবে।'