মধু সংগ্রহ করতে গিয়ে সর্বস্ব লুঠ হয়ে গেল। মধু সংগ্রহকারীদের ওপর হামলা চালাল জলদস্যুরা। প্রায় ৮ কুইন্টাল মধু নিয়ে পালিয়েছে তারা। এর পাশাপাশি ১১ জন মধু সংগ্রহকারীকে ব্যাপক মারধর করা হয়েছে। কেউ মাথায় চোট পেয়েছেন, আবার অনেকের হাতের 🐻হাড় ভেঙে গিয়েছে। ঘটনাটি ঘটেছে ♎সুন্দরবনের আমলামেথিতে। এই জায়গাটি সজনেখালি থেকে গভীর জঙ্গলে। এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। জলদস্যুদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, পীরখালির কাছে গাজীর খালে নৌকা নোঙর করে ঘুমাচ্ছিলেন ওই মধু সংগ্রহকারীরা। সেই সময় জলদস্যুরা তাদের ওপর হামলা চালায়। জলদস্যুরা অপ্রস্তুত অবস্থায় থাকায় অসহায়ের মতো মার খেয়েছে। সেইভাবে কোনও প্রতিরোধ গড়তে পারেননি। এই ঘটনায় আক্রান্ত এক মধু সংগ্রহকারী জানান, তারা সকলে বালি-১ এর বাসিন্দা। অন্তত ২০ জন জলদস্যু তাদের হামলা চালিয়েছিল। মধু লুঠ এবং মারধরের পর জলদস্যুরা তাদের নৌকা টেনে নিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেয়। তারপর নৌকার হাল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র জলে ফেলে দেয়। একদিকে বাঘের আতঙ্ক অন্যদিকে, যন্ত্রণার মধ্যে কোনভাবে গাছের ডাল কেটে দাড় বানিয়ে তারা কোনওভাবে ൩পীরখালি বনবিভাগের অফিসে যান।