মুর্শিদাবাদের বহরমপুর মেডিক্🍌যাল কলেজের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সꦆিএমওএইচ) সন্দীপ সান্যালকে নিগ্রহের ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। গত বৃহস্পতিবার তার অফিসেই চড়াও হন রোগী পরিবারের সদস্যরা। সেই অভিযোগে এই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ধৃতদের আদালতে তোলে পুলিশ। তাদের সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তৃণমূল বিধায়ক ও🍷 জেলা সভাধিপতির সামনে মুর্শিদাবাদের CMOH-ক🦄ে মারধর রোগীর পরিবারের
সিএমএইচকে মারধরের ঘটনার পরেই তীব্র নিন্দার ঝড় ওঠে চিকিৎসক মহলে। কর্মরত চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে এর তীব্র নিন্দা করা হয়। অন্যদিকে, এর প্রতিবাদে লালবাগ মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ সভা করে প্রতিবাদ করেন। তাꦓরা দোষীদের শাস্তির দাবি জানান। এদিকে, মারধরের ঘটনার পরে থানায় অভিযোগ জানিয়েছিল সিএমওএইচ। তার ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যালকে রোগী পরিবারের লোকেরা মারধর করে ব🉐লে অভিযোগ ওঠে। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগী পরিবারের অভিযোগ ছিল, বহরমপুর থানার বুটারডাঙ্গা এলাকার বাসিন্দা গোলবাহার শেখ পেটে ব্যাথা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়। কিছুদিন পরে তার পেটে ইনফেকশন ছড়ালে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ফের তার অস্ত্রোপচার হয়।