২১ জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল নেতার। ঘটনা নদিয়ার পলাশির। নিহত চাঁদ মহম্মদ স্থানীয় পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। রবিবার রাতে পলাশি স্টেশনে নেমে বাড়ি♔ ফেরার সময় দুর্ঘটনাগ্রস𒉰্ত হন তিনি।
আরও পড়ুন - কারও চাকরি য🐻াবে না, বিচারাধীন বিষয় নিয়ে ২১ জুলা🌠ইয়ের মঞ্চ থেকে আশ্বাস মমতার
পড়তে থাকুন - ꦏ'সারে জাহাঁ সে আচ্ছা লেখেন নজরুল ইসলাম', মমতার ꩵকথায় উপহাস BJP নেত্রীর- ভিডিয়ো
পরিবারের তরফে জানানো হয়েছে, রবি⛎বার সকালে দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ট্রেনে করে কলকাতা গিয়েছিলেন চাঁদ। সভা শেষে ভাগিরথী এক্সপ্রেসে করে ফেরেন তিনি। পলাশি স্টেশনে নেমে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা মারে তাঁকে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন ওই তৃণমূল নেতা। রক্তাক্ত ওই তৃণমূল নেত♐াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নদিয়ার 🌞কালীগঞ্জের বাসিন্দা চাঁদ মহম্মদ স্থানীয় পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। দলের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন - ২১ জুলাইয়ের মঞ্চ থেকেꦿ বাংলাদেশকে পশ্চিম বাংলাꦛদেশ বানানোর ডাক দিয়েছেন মমতা: BJP
২১ জুলাইয়ের সমাবেশে এসে মৃত্যু হয়েছে নিউ জলপাইগুড়ির বাসিন্দা এক ব্যক্তিরও। রঞ্জিত মণ্ডল (৫৫) নামে ওই তৃণমূল কর্মী শনিবার কলকাতার উদ্দেশে যাত্রা করেছিলেন। পরিবারকে ফোন করে জানানো হয় জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। তবে এই দাবি মেনে নিতে নারাজ তৃ𓂃ণমূল কর্মীর স্ত্রী ও মেয়ে। মেয়ের দাবি, ফোন করে জানানো হয় জলে ডুবে মৃত্যু হয়েছে বাবার। বাবা না কি স্নান করতে নেমেছিলেন। কিন্তু মৃতদেহে যে পোশাক রয়েছে সেই পোশাক পরেই বাবা বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরকম ভালো জামা-কাপড় পরে কেউ স্নান করে না কি? বাবাকে কেউ জলে ডুবিয়ে মেরে ফেলেছে।