জঙ্😼গলমহলে মাও আতঙ্কের পদধ্বণীর মধ্যে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে জঙ্গলের মাটি খুড়ে উদ্ধার ৩০টি বন্দুক। শুক্রবার পে লোডার দিয়ে মাটি খুড়ে অস্ত্রগুলি উদ্ধার করে গোয়ালতোড় থানার পুলিশকর্মীরা। সঙ্গে উদ্ধার হয়েছে তার ও টিনের কৌটো। অস্ত্র কারা রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, সম্প্রতি গোয়ালতোড়ে এক পুরনো মাওবাদী নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদেই অস্ত্রের সন্ধান মিলেছে। শুক্রবার গোয়ালতোড়ের উখলা গ্রাম লাগোয়া জঙ্গ♑লে তাঁর দেখানো জায়গায় গর্ত খুড়ে ৩০টি বন্দুক উদ্ধার করে পুলিশ। সেগুলি প্লাস্টিকে জড়ানো ছিল।
অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। অস্ত্র সিপিএম রেখে থাকতে পারে বলে দাবি তৃণমূল নেতা সৌগত রায়ের। তবে এই ঘটনার সঙ্গে মাওবাদ﷽ীরাও জড়িত থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি।
একই মত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। তবে তাঁর প্রশ্ন, ১০ বছর ধরে সরকার✃ কী করছিল?
সিপিএমের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করা হচ্ছে বলে তৃণমূলকে কড়া ভাষায় বিঁধেছেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘যারা এসব করত তারা এখন তৃণমূলের সম্পদ। জেল থেকে বার করে তাদের সফরসঙ্গী করেছেন মমতা বন্দ্যোপাধ൲্যায়।’