শতরানের পাশাপাশি এবার বড় মনের পরিচয় দিলেন বিরাট। দিনের শেষে মাঠ ছাড়ার সময় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে দিলেন যশস্বী জসওয়ালকে। এদিন দু’জনেই শতক হাঁকান। ২৯৭ বলে ১৬১ রান করেন যশস্বী এবং ১৪৩ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন বিরাট। এই দু’জনের ব্যাটের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রান তোলে ভারত। বিরাটের শতরান পূর্ণ হ✨ওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন অধিনায়ক বুমরাহ। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ৫৩৪ রানের। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত বোলিং শুরু করেছেন বুমরাহ এবং সিরাজ। ইতিমধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে অজিরা।
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেট হারিয়ে ১২। এদিনের খেলার শেষে যখন মাঠ ছাড়ছিল ভারতীয় দল তখনই একটি মন জয় করার মতো কাজ করলেন বিরাট। গোটা দল যখন প্যাভিলিয়নের দিকে হেঁটে যাচ্ছিল ঠিক সেই সময় বিরাট যশস্বীকে সামনের দিকে ঠেলে ౠদেন। গোটা দল তাঁর পিছন পিছন চলতে থাকে। যশস্বীর অনবদ্য ইনিংসের কারণে হাততালি দিতে থাকেন ক্রিকেটাররা সহ দর্শকরা। তিনি সেই অভিবাদন গ্রহণ করেন। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভারতীয় দলে এই মুহূর্তে যেই সব সিনিয়র ক্রিকেটার রয়েছে তাঁদের মধ্যে বিরাট অন্যতম। তাঁর কাছ থেকে এরকম কিছু ꦺপাওয়া নিঃসন্দেহে যশস্বীর মতো তরুণ ক্রিকেটারের জন্য বিরাট পাওনা।
প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ চলছে পার্থে। প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন জোশ হেজেলউড। এছাড়াও ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ। এরপর বল করতে নেমে আগুন ঝড়াতে থাকেন ভারতের পেসাররাও। মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের হয়ে ৫ উইকেট নেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এছাড়াও ৩টি উইকেট নেন হর্ষিত রানা এবং ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ।
দ্ব💯িতীয় ইনিংসে ভারতের হয়ে শুরুটা ভালো 🥂করেন দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং কেএল রাহুল। দ্বিতীয় দিনের শেষে ইন্ডিয়ার স্কোর ছিল বিনা উইকেট হারিয়ে ১৭২। এরপর তৃতীয় দিনে নিজের শতরান পূর্ণ করেন যশস্বী। ৭৭ রানে আউট হয়ে যান কেএল রাহুল। শতরান করে ভারতকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান বিরাট। সব মিলিয়ে পার্থে এই মুহূর্তে বেশ ভালো জায়গায় রয়েছে ভারত।