পুজোর মধ্যে পড়েছিল একমাত্র মেয়ের জন্মদিন। তাই আনন্দ ছিল দ্বিগুণ। কিন্তু পরিবারের কাণ্ডজ্ঞানহীনতায় ঠিক তার আগের দিন ঘনাল মারাত্🅰মক সর্বনাশ। হাসপাতালে না গিয়ে ওঝার কাছে♏ যাওয়ায় মৃত্যু হল শিশুকন্যার। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের।
আরও পড়ুন - ‘বাংলায় ন্যা꧟য়ের জন🐲্য লড়াই জারি থাকবে’, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার
পড়তে থাকুন - কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়ꦰেছিল? আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়াဣ মোড়
শুক্রবার ছিল তিন বছরের শিশু পায়েলি দাসের জন্মদিন। বৃহস্পতিবার বাড়িতে জন্মদিক পালনের তোড়জোড় যখন চলছিল ঘরেই খেলছিল সে। তখনই ফ্রিজের তলায় লুকিয়ে থাকা গোখরো সাপ তাকে ছোবল মারে। হাসপাতালে না গিয়ে মেয়েকে নিয়ে এক ওঝার কাছে♋ যান সবজি বিক্রেতা বাবা। বেশ কিছুক্ষণ ঝাড়ফুকের পরেও শিশুটির অবসౠ্থার ক্রমশ অবনতি হতে থাকে। এর পর মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁরা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। বিষধর সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
মেয়ের জন্মদিনে উপহার দিতে পুতুল কিনে এনেছিলেন বাবা। মেয়ের মৃত্যুর পর পুকুরে ভাসিয়ে দেন সেই পুতুল। স্থানীয় এক পরিবেশকর্মী সাপটিকে উ🤪দ্ধার করেন। এই ঘটনার জন্য পরিবারের কুসং♏স্কারআচ্ছন্নতাকেই দায়ী করেছেন তিনি।
আরও পড়ুন - আলিপু🦄র চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF
স্থানীয় এক যুবক বলেন, মেয়েটিকে সাপে কেটেছে শুনে সবাই হাসপাতালে নিয়ে যেতে বলেছিলাম। কিন্তু পরিবারের লোকেরা তাতে কান দেয়নি। তারা মেয়েকে ওঝার কাছে নিয়ে যান। এই 𝄹যুগেও কেউ যদি এসব বিশ্বাস করে তাহলে আর কী করার আছে। হাসপাতালে নিয়ে গেলে হয়তো ছোট্ট মেয়েটাকে বাঁচানো যেত।
এই ঘটনার কথা জানার পর সচেতনতা বা🙈ড়াতে 🌺সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করেছেন তিনি।