আজ মহাসপ্তমী। এই উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে উঠেছে মানু♛ষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। এখন এই উৎসবের মধ্যেই কলকাতায় এলেন বাংলার জামাই। তিনি রাজনৈতিক ব্যক্꧅তিত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেপি নড্ডা। মহাসপ্তমীর সকালে এসে বেলুড় মঠ যান জেপি নড্ডা। সেখান থেকে পৌঁছন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোতে। তাঁর সঙ্গে বিমানবন্দর থেকে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়ের পর এবার বঙ্গে আসলেন জেপি নড্ডা। আর বঙ্গ–বিজেপির নেতারা সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে জোর উদ্দীপনা দেখালেন। তবে নড্ডার বেশ কয়েকটি কর্মসূচি আছে। এখন কলকাতা শহরে আরজি কর হাসপাতালের ঘটনায় কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। আবার ধর্মতলায় চলছে আমরণ অনশন। এই আবহে রাজ্যে জেপি নড্ডার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। তবে রাজ্য নেতাদে𓆏র বার্তা দেন তিনি বলে সূত্রের খবর। আবার মুখ খোলেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে।
আরও পড়ুন: রাত পোহালেই মহাষ্টমীর সন্ধিপুজো, ১০৮ পদ্ম লাগে মায়ের চরণ সাজাতে, চাপে উদ্যোক্তারা
আরজি কর হাসপাতালের ঘটনায় বিজেপি বিশেষ ফায়দা তুলতে পারেনি। বরং সেখানে গিয়ে গো–ব্যাক স্লোগান শুনতে হয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেখানে আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা বলেন, ‘দুর্গাপুজোয় কলকাতায় আসতে পেরে 𝓰আমি অত্যন্ত খুশি। বাংলার সকল মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। মা দুর্গার আর্শীবাদে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। তাই ন্যায়ের জিত হবেই। দুর্গাপুজোর দিনে রাজনীতি নিয়ে আলোচনা করব না। বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে। অন্যায় শেষ হবেই।’
আজ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধন করেন জেপি নড্ডা। প্রার্থনা করেন সেখানে। বাংলায় যখন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছেন তখন ধর্মতলায় ১০ দফা দাবি নিয়ে অনশন–বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিও আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন। বেশ কয়েকজন বিশিষ্ট মানুষজনের সঙ্গে বৈঠক করছেন জেপি নড্ডা। আর এই বৈঠকটি হচ্ছে ওয়েস্টিন হোটেলে। পাঁচতারা এই হোটেলে বিশিষ্ট মানুষজনের সঙ্গে বৈঠক করে নানা কথা জান♏ছেন তিনি।