তারাপীঠ মন্দির চত্বরে আচমকা আওয়াজ করে ভেঙে পড়ল সোলার প্যানেল। দুর্ঘটনার জেরে আহত হলেন ৪ জন। ঘটনাটি গতকাল সন্ধ্যায় হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিত্সা চলছে। এঁরা সকলেই নির্মাণ সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। জানা গিয়েছে তারাপীঠ মন্দিরের নিত্য ভোগ রান্নার জন্য মন্দিরে সৌরশক্তি চালিত চুল্লি স্থাপন করা হয়েছিল রামপুরহাট উন্নয়ন পর্ষদের উদ্যোগে। তবে সেই চুল্লি খুব একটা কাজে লাগছিল না। তাই সেটিকে আসল স্থান থেকে সরিয়ে তারাপীঠ মন্দিরের অন্নছত্রের ছাদের উপর বসানোর কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই গতকাল সন্ধ্যায় সেটা ভেঙে পড়ে।ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মন্দিরের এক পূজারি বলেন, 'ঘটনাটি যখন ঘটে তখন আমি আরও কয়েকজনের সঙ্গে একটি দোকানে বসে। আচমকা কিছু ভেঙএ পড়ার শব্দ পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি সৌর চুল্লির যন্ত্রাংশ ভেঙে পড়েছে। সেখানে দুর্ঘটনায় আহত হন চার শ্রমিক। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।'