রাজ্যে ফের সরকারি হাসপাতালে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক। কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এক মহিলা ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বন্দনা দাস। সঙ্গে ওই হাসপাতালের কর্মী বলে পরিচয় দেওয়া এক মহিলাকেও গ্রেফতার করে♒ছে পুলিশ। কী মতলবে তারা হাসপাতালে ঢুকেছিল তা জানার চেষ্টা করছে।
আরও পড়ুন - 𝔍চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করল ৬২ বছরꦡের TMC নেতা
পড়তে থাকুন - তৃণমূল জমানায় রাজ্যের ১৯টি পুরসভায় নিয়োগের অর্ধেকই ভুয়ো🏅, চার্জশিট দিয়ে জানাল CBI
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বন্দনা দাস হাসপাতালের ওয়ার্ডে ঢুকে এক রোগীর চিকিৎসা শুরু করেন। নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দেন তিনি। কিন্তু হাসপাতালে অপরিচিত চিকিৎসক দেখে সন্দেহ হয় নার্স ও অন্যান্য কর্মীদের। সুপারের অফিসে খবর দেন তাঁরা। সুপারের অফিস থেকে জানান🐻ো হয় এই নামে কোনও চিকিৎসককে হাসপাতালে নিয়োগ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত হতেই বন্দনাকে জেরা শুরু করেন হাসপাতালের কর্মীরা। তাঁর রেজিস্ট্র🦄েশন নম্বর জ🎐ানতে চান। জেরার মুখে এক এক সময় এক এক রকম রেজিস্ট্রেশন নম্বর বলতে থাকেন তিনি। এর পরই তিনি যে ভুয়ো চিকিৎসক সেটি প্রকাশ্যে চলে আসে। খবর যায় কল্যাণী থানায় খবর দেওয়া হয়। বন্দনা দাস ও তার সঙ্গে থাকা জয়তী দাস নামে আরেক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত জয়তী দাস নিজেকে হাসপাতালের লোয়ার ডিভিশন ক্লার্ক বলে পরিচয় দেন।
আরও পড়ুন - পার্থদের জামিনে𒅌র মামলায় বিরাট মোড়! মুখ্য়সচিবের অনুমোদন ছাড়াই করা যাবে শুনানি
হাসপাতালের তরফে জানানো হয়েছে, অচেনা চিকিৎসক🌌 দেখেই আমাদের কর্মীরা সতর্ক হন। সঙ্গে সঙ্গে নথি খতিয়ে দেখে নিশ্চিত করা হয় যে বন্দনা দাস 𓃲নামে ওই মহিলা হাসপাতালের কোনও চিকিৎসক নন। তিনি ভুয়ো চিকিৎসক কি না সেটা পুলিশ খুঁজে বার করবে।