ভর সন্ধ্যেয় এক গৃহবধুকে অজ্ঞান করে রাস্তা থেকে অপহরণ করল দুষ্কৃতীরা। তাদের খপ্পর থেকে কোনওভাবে পালিয়ে বাঁচলেন গৃহবধূ। এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে। ইতিমধ🌄্যেই এই ঘটনায় বা♉গুইআটি থানায় অপহরণের অভিযোগ জানিয়েছেন ওই গৃহবধূ। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জরিত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখনও কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি।
কী ঘটেছিল?
গৃহবধূর অভিযোগ, গত বৃহস্পতিবার তিনি বাগুইআটিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে অজ্ঞান করে দেয়। এরপর জ্ঞান ফিরলে তিনি নিজেকে গাড়ির মধ্যে দেখতে পান। বিপদ বুঝে তিনি চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে দুষ্কৃতীরা তাকে সেখানেই নামিয়ে দিয়ে 🎀পালিয়ে যায়। হুগলির বলাগড়ে তাকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই গৃহবধূর। সেখানে এক ব্যক্তির কাছ থেকে ফোন নিয়ে স্বামীকে ফোন করে পুরো ঘটনাটি জানান ওই গৃহবধূ।
পরে স্বামীর সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও অবধি জানতে পারেনি পুলিশ। তাদের উদ্দেশ্যই বা কী ছিল? সে বিষয়টিও জানা সম্ভব হয়নি। গৃহবধূর দাবী, ঘটনার সঙ্গে ৪ যুবক জড়িয়ে আছে। তিনি বাজারে দুধ কিনতে যাওয়ার সময় ওই ৪ জন তার পিছু নিয়েছিল। ঘটনায় জড়িতদের সন্ধান পেতে পুলিশ বাগুইআটির সাবওয়ে ও বলাগড় এলাকার 𒊎সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে।