বন্ধুদের সঙ্গে বাইকে চেপে চা বাগানের রাಞস্তা ধরে যাচ্ছিলেন যুবতী। সেই সময়ই আচমকা চিতাবাঘের হানা। এমনটাই দাবি ওই তরুণীর। ফালাকাটা ব্লকের দলগাঁও চা ꧃বাগান এলাকার ঘটনা। জখম যুবতীর নাম নবনীতা মজুমদার। ২৩ বছর বয়সী ওই যুবতীর বাড়ি জটেশ্বরের সুকান্ত পল্লিতে।
সূত্রের খবর, চা বাগানের মধ্যেই লুকিয়েছিল চিতাবাঘটি। আচমকাই লাফিয়ে পড়ে। রক্তে ভেসে যায় পা। এরপর বন্ধুরাই নবনীতಌাকে স্থানীয় ওষুধের দোকানে নিয়ে যান। সেখানেই পায়ে ছটি সেলাই পড়েছে। এদিকে অত সহজে যেতে চায়নি ওই চিতাবাঘটি। উলটো দিক থেকে একটি গাড়ি আসছিল। সেই গাড়িটিকে দেখে পালিয়ে যায় চিতাবাঘটি।
তবে চা বাগানের রাস্তায় মাঝেমধ্যেই চিতাবাঘের হানা হয়। চা বাগানের ঝোপের মধ্যে লুকিয়ে থাকে চিতাবাঘ। আচমকাই লোকজনের উপর ঝাঁপিয়ে🧸 পড়ে। অনেক স🔯ময় চা বাগানের শুকনো নালাতেও চিতাবাঘ লুকিয়ে থাকে।
তবে তরুণীর দাবি বনদফতর থেকে চিকিৎসার ব্যাপারে কোনও সহায়তা পাওয়🔥া যায়নি। ওই যুবতী নিজের খরচাতেই যাবতীয় চিকিৎসা চালাচ্ছেন। এদিকে যে জন্তুটি তরুণীকে আঁচড়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে তা আদতে চিতাবাঘ কি না তা নিয়েও কিছুটা সংশয়ে রয়েছে বনদফতর। এনিয়ে খোঁজখবর শুরু হয়েছে।