বাড়ির ছাদ থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার মালিঞ্চা গ্রামে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রাধাকৃষ্ণ বালা (৪২)। মৃতদেহ মযౠ়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় এবং ✅পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরম থেকে রেহাই পেতে গত কয়েকদিন ধরেই বাড়ির ছাদে ঘুমোতেন রাধাকৃ🍸ষ্ণ। রবিবারও তিনি বাড়ির ছাদেই বিছানা করে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু, সোমবার সকালে ঘুম থেকে উঠে নিচে নামতে দেরি হওয়ায় ছাদে ওঠেন রাধাকৃষ্ণ বাবুর স্ত্রী। ছাদে উঠতেই চমকে যান রাধাকৃষ্ণ বালার স্ত্রী। তিনি স্বামীর রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তিনি।ꦅ সঙ্গে সঙ্গে বাড়ির অন্য লোকজন এবং প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন বাড়ির ছাদের উপরে মুখ থেতলানো অবস্থায় পড়ে রয়েছে রাধাকৃষ্ণ বালার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলিয়াবেড়া ꦑথানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, গভীর রাতে পাশের বাড়ি থেকে মই লাগিয়ে রাধাকৃষ্ণ বালার বাড়ির ছাদে উঠে খুন করা হয়েছে। এলাকায় শান্ত স্বভাবের ব꧒্যক্তি বলেই পরিচিত ছিলেন রাধাকৃষ্ণ। ফলে রাতের অন্ধকারে এই ধরনের খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। পরিবারের দাবি, রাধাকৃষ্ণের কোনও রাজনৈতিক যোগ ছিল না এবং কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতাও ছিল না। তাহলে কেন তাঁকে খুন করা হল? খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ এবং পরিবার পরিজন।