ডাইনি অপবাদে সালিশি সভায় ওঝার নির্দেꦚশে মল খাওয়ানো হল গ্রামের এক পুরুষ, এক মহিলা ও দুই শিশু কন্যাকে। শুধু তাই নয় তাদের বেধড়ক মারধর করা হল। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মথুরাপুর সাঁওতাল পাড়া এলাকার। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় এই বর্বরতার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে।
দিন কয়েক আগে গ্রামের এক শিশু কন্যা অসুস্থ হয়ে পড়ে। এক ওঝা এসে চিকিৎসা করলে ওই শিশু কন্যার মৃত্যু হয়। পরে গ্রামে সালিশি সভা বসে। সেখানে শিশুকন্যার মৃত্যুর জন্য ওই মহিলা, পুরুষ এবং দুই শিশু কন্যাকে দায়ী করা হয়। এরপর সভায় তাদের বেধড়ক মারধর করা হয়। তারপরে মানুষের মলমূত্র জোর করে তাদের খাওয়ানো হয়। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে যান রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও আবু তৈয়ব। এই ঘটনার জন্য কুসংস্কারকে দায়ী করেছেন বিডিও। তিনি বলেন, ‘এলাকার মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে। ডাইনি প্রথা যে আর নেই তা নিয়ে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছ꧋ি। এ জন্য বিশেষ দুয়♎ারে সরকার ও হেলথ ক্যাম্প করা করা হবে।’
স্থানীয় সূত্রে জানা 𝓡গিয়েছে, গ🐎্রাম পঞ্চায়েতের সদস্য অরূপ মন্ডলের নির্দেশে সালিশি সভা ডাকা হয়েছিল। নিগৃহীতা মহিলা জানান, ‘আমাদেরকে ডাইনি ভেবে ওরা এভাবে মারধর করেছে এবং জোর করে মলমূত্র খাইয়েছে।’ ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রামের মোড়ল এবং এক আদিবাসি বৃদ্ধকে আটক করেছে। সেই সঙ্গে ওঝার সন্ধান চালানো হচ্ছে।