জীবন–জীবিকা নির্বাহ করতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী। কিন্তু কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল। কারণ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে যেতে হল মৎস্যজীবী ব্যক্তিকে। বাঘ তুলে নিয়ে গেল গোসাবা ব্লকের সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গল সংলগ্ন এলাকার ঠাকুরাণ জঙ্গল থেকে। ওই মৎস্যজীবীর স☂্ত্রী এবং তাঁর সঙ্গীরা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাঘের সামনে তা টেকেনি। এমনকী শনিবার সকাল পর্যন্ত ওই মৎস্যজীবীর কোনও হদিশ মেলেনি বলে খবর। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিক কী ঘটেছে সুন্দরবনে? প্রশাসন সূত্রে খবর, নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম বিশ্বনাথ মণ্ডল (৪৭)। সাতজেলিয়া পঞ্চায়েতের এমলিবাড়ি গ্রামের বাসিন্দা বিশ্বনাথ। তিনি স্ত্রী ও এক সঙ্গী সুকুমার মিস্ত্রিকে নিয়ে মরিচঝাঁপি জঙ্গল সংলগ্ন এলাকার ঠাকুরাণ জঙ্গলের ফাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তখন আচমকা সামনে এসে পড়ে একটি বাঘ। আর সবার সামনে থেকেই তাঁদের নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে বিশ্বনাথ মণ্ডলকে ঘন জঙ্গলে টেনে নিয়ে যায়। এখনও পর্যন্ত বিশ্বনাথের কোনও হদিশ মেলেনি। তাঁর খোঁজ করতে জঙ্গলে গিয়েছেন বন দফতরের কর্𝓀মীরা।
ঠিক কী জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা? স্ব🍃ামী বিশ্বনা🦂থ মণ্ডলের সঙ্গে তাঁর স্ত্রী সুবর্ণাও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তাঁর সামনে থেকেই বিশ্বনাথকে বাঘে টেনে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী বিশ্বনাথের সঙ্গী সুকুমার মিস্ত্রি জানান, নৌকা নোঙর করে কাঁকড়া ধরার তোড়জোড় শুরু করছিলেন। তখনই জঙ্গল থেকে একটি বাঘ হঠাৎ বেরিয়ে আসে। তারপর বিশ্বনাথকে লক্ষ্য করে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে। আর বিশ্বনাথের ঘাড়ে কামড় বসিয়ে ঘন জঙ্গলে টেনে নিয়ে যায়। বিশ্বনাথকে বাঁচাতে নৌকার বৈঠা নিয়ে বাঘের সঙ্গে লড়াই করার চেষ্টা করলেও কোনও কাজ হয়নি। কারণ ওটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। বাঘের রুদ্রমূর্তির সামনে বিশ্বনাথের স্ত্🐽রী সুবর্ণা এবং তাঁর সঙ্গী অসহায় হয়ে পড়েন। এই কাজ রয়্যাল বেঙ্গল টাইগারই করতে পারে বলে তাঁদের মত।
তারপর ঠিক কী ঘটল? বন দফতর অবশ্য রয়্যাল বেঙ্গল টাইগারের কাজ কিনা সেটা নিশ্চিত🐽 করেনি। সাধারণ বাঘ হতে পারে বলে অনেকে মনে করছেন। কিন্তু বিশ্বনাথের পরিবার বলছেন, ওটা রয়্যাল বেঙ্গল টাইগারই ছিল। না হলে এমন কাজ করা সম্ভব নয়। এই ঘটনার পর সুবর্ণা ও সুকুমার মিস্ত্রি ডিঙি নৌকার বৈঠা বেয়ে গ্রামের ঘাটে ফিরে আসেন। আর কান্নায় ভেঙে পড়ে সুবর্ণা এবং তাঁর দুই ছোট ছেলে। এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বনদফতর।