লোকসভা ভোটের আগে অভি🌠নব জনসংযোগ শুরু করল তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি যাচ্ছে দলের সর্বভারতীয় সাধা🌟রণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি। সেই চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন জনপ্রতিনিধিরা। কলকাতায় সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে সভা করবে তৃণমূল। সেই সভায় যোগদানের আহ্বান জানিয়ে বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, সেই চিঠিতে থাকছে কেন্দ্রের 'বঞ্চনার' সমস্ত খতিয়ান। কত টাকা আটকে রেখেছে কেন্দ্র, কবে থেকে থেকে আটকে রেখেছে, সব তথ্যই থ༺াকছে এই চিঠিতে।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে সরব হয়েছে তৃণমূল। দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ🃏্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল কয়েক লক্ষ বঞ্চিতের চিঠি নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নননয় মন্ত্রকে হাজির হন। আগে থেকে জানানো সতꦰ্ত্বেও গ্রমোন্নয়ন প্রতিমন্ত্রী তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি। মন্ত্রকে বসে থেকে প্রতিবাদও জানান। পরে তাঁদের আকট করে পুলিশ।
পরে অবশ্য গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কলক☂াতায় এসে জানান, তিনি দেখা করার জন্য বসেছিলেন কিন্তু তৃণমূলের কেউ তাঁর সঙ্গে দেখা করার জন্য আসেনি।
দিল্লির ঘটনার প্রতিবাদে বঞ্চিতদের চিঠি নিয়ে কলকাতায় ধরনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্𝓰যায়। কেন্দ্রের 'বঞ্চনার' প্রতিবাদে সেবার তৃণমূলের হাতিয়ার ছিল বঞ্চিতদের চিঠি।
নেতাজি ইন্ডোরের সভা থেকে ফের দিল্লিতে আন্দোলনের কথা জানিয়েছেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের প্রচার হিসাবে এবারও হাতিয়ার চিঠি। কেন্দ্রের বঞ্চনার খতিয়ান দেওয়া অভিষেকের চিঠি পৌঁছে জনতার দুয়ারে পৌঁছে দিচ্ছেন জনপ্রতিনিধি𝓡রা। এই চিঠি লোকসভা ভোটেরও প্রচারের হাতিয়ারও বলে মনে করছে রাজনৈতিক মহল।