তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য শীঘ্রই পরিবেশ সংক্রান্ত সমীক্ষা শুরু করতে চাইছে আদানি গ্রুপ। সোমবার আদানি গ্রুপের সিইও (বন্দর) সুব্রত ত্রিপাঠী জানিয়েছেন, এবারের বর্ꦓষাকালেই সেই পরিবেশ সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। আপাতত পশ্চিমবঙ্গ সরকারের থেকে 'লেটার অফ এগ্রিমেন্ট'-র (দু'পক্ষের মধ্যে চুক্তি) পাওয়ার দিকে তাকিয়ে আছে আদানি গ্রুপ। সেই 'লেটার অফ এগ্রিমেন্ট' মিললেই তাজপুর গভীর সমুদ্র বন্দরে পরিবেশ সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু হবে। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক এবং অন্যান্য পক্ষের থেকে ছাড়পত্র পেয়ে গেলেই আদানি গ্রুপকে 'লেটার অফ এগ্রিমেন্ট' দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন: দಌুবাই ও স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লগ্নি🥃 টানতে কি বিদেশ সফর?
এমনিতে তাজপুরে যে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার পরিকল্পনা করেছে আদানি গ্রুপ, তা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। ওই ২৫,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরꦰ কাছে সেটা 'বুস্টার' হবে। শিল্পবিরোধী তকমা ঝেড়ে ফেলতে পারবে রাজ্য সরকার। সেইসঙ্গে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। মুখ্যমন্ত্রী নিজেই একাধিকবার দাবি করেছেন যে তাজপ⛦ুর গভীর সমুদ্র বন্দরের ফলে হাজার-হাজার যুবক-যুবতী চাকরি পাবেন।
কিন্তু চলতি বছরের ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর তাজপুর গভীর সমুদ্র বন্দরের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছিল। হুড়মুড়িয়ে ধসে পড়েছিল আদানি গ্রুপের সংস্থা। ৭০ মিলিয়ন মার্কিন ডলার উবে গিয়েছিল। এখন অবশ্য সেই ধাক্কা কাটিয়ে উঠেছে আদানি গ্রুপ। সেই🍸 রেশ ধরে আত্মবিশ্বাসের সঙ্গে সোমবার আদানি গ্রুপের সিইও (বন্দর) জানিয়েছেন, তাজপুর গভীর সমুদ্র বন্দরের জন্য আলাদা করে টাকা রেখে দেওয়া হয়েছে।
সেইসঙ্গে আদানি গ্রুপের সিইও (বন্দর) জানিয়েছেন, ইতিমধ্যে 'লেটার অফ ইনটেন্ট' হাতে এসে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের থেকে 'লেটার অফ এগ্রিমেন্ট' পেলেই পরিবেশ সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু করা হবে। এবারের বর্ষায় কাজ শুরুর করার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আদানি গ্রুপের সিইও (বন্দর)। উল্লেখ্য, গত বছর পশ্চিমবঙ্গꦛের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাজপুর গভীর সমুদ্র বন্দরের জন্য আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনসের অধিকর্তা করণ আদানির হাতে 'লেটার অফ ইনটেন্ট' তুলে দেওয়া হয়েছিল।