আদিবাসীদের নিয়ে বিধানসভায় মন্তব্য করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর তাঁর মন্তব্যের জেরে প্রত🥂িবাদে গর্জে উঠল আদিবাসীরা। এমনকী অনির্দিষ্টকালের জন্য বনধ ডাকল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা। আজ, শনিবার ঝাড়গ্রাম –সহ বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক, রাজ্য সড়ক অবরোধ করেছে তারা। তার জেরে ঝাড়গ্রা♐মে বন্ধ হয়েছে বেসরকারি বাস পরিষেবা। রাস্তায় এদিন যে সামান্য সরকারি বেরিয়েছিল তাও অবরোধের জেরে আটকে পড়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবাকে। আন্দোলনকারীদের অভিযোগ, শোভনদেব চট্টোপাধ্যায় আদিবাসীদের অপমান করেছেন। অবিলম্বে তাঁকে আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। তবেই স্বাভাবিক হবে পরিস্থিতি।
ঠিক কী ঘটেছে ঝাড়গ꧒্রামে? স্থানীয় সূত্রে খবর, আজ শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলাজুড়ে বনধের পরিবেশ দেখা যায়। বন্ধ দোকানপাট। বাজার বসেনি। অবরুদ্ধ রাজ্য এবং জাতীয় সড়ক। এমনকী বন্ধ রয়েছে সরকারি এবং বেসরকারি বাস পরিষেবাও। রাস্তায় তাই মানুষও বেরিয়েছেন কম। এই পরিস্থিতিতে পড়ুয়ারা আজ স্কুলমুখো হয়নি। আদিবাসীদের ‘পরিযায়ী’ বলে মন্তব্য করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর তাতেই এমন অবস্থা হয়েছে।
আর কী দেখা গিয়েছে? আজ, শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলাজুড়ে বনধের পরিবেশ দেখা গিয়✤েছে। ঝাড়গ্রাম আদালত চত্ব𒁃র, জুবলি মার্কেটে–সহ বন্ধ রয়েছে দোকানপাট। বাজার বসেনি। সেভাবে বাস–টোটো–অটো চলতে দেখা যায়নি। অবরুদ্ধ করা হয় রাজ্য এবং জাতীয় সড়ক। কলকাতা–মু🉐ম্বই ৬ নম্বর জাতীয় সড়কের গজাশিমূলের কাছে পথ অবরোধ করা হয়। বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি মোড়ও অবরোধ করা হয়। তার জেরে বন্ধ হয়েছে সরকারি–বেসরকারি বাস পরিষেবাও। ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।