আবার প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার হল বীরভূমে। আজ, সোমবার সকালে বীরভূমের তারাপীঠ থানার𒐪 খামেড্ডা গ্রাম থেকে চারটি প্লাস্টিকের বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি উদ্ধার করে তারাপীঠ থানার পুলিশ। ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য ডাকা হয়েছে তাঁদের। ঝুঁকি এড়াতে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
এখন বাংলায় পঞ্চায়েত নির্বাচন আসন্ন। বারবার বোমা উদ্ধারের ঘটনা, কখনও আবার বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাতে বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাম বা প্লাস্টিকের বালতিতে এই বোমা খুঁজে পাওয়া যাচ্ছে। এমনকী গত কয়েকদিন আগেই প্লাস্টিকের ড্রামেও বোমা উদ্ধার করা হয়েছিল। এভাবে ফাঁদ পাতছে কি দুষ্কৃতীরাꦉ? উঠছে প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে প্রায় সব জেলা থেকেই বোমা উদ্ধার হচ্ছে। রাজ্যের একাধিক জেলার তালিকার মধ্য়ে বোমা উদ্ধারের তালিকায় প্রথমসারিতে রয়েছে বীরভূম। আর আবার বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। তাতেই আলোড়ন পড়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চারটি বালতিতে ৪০টি বোমা রয়েছে। খামেড্ডা–ঈশিরা গ্রাম যাওয়ার রাস্তার মাঠের মধ্যে একটি পুকুর পাড়ে ঝোপের আড়ালে লুকিয়ে রাখা ছিল বোমা ভর্তি বালতি গুলি। আজ, সোমবার সকালে মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময় বোমাগুলি দেখতে পান কৃষকরা। তারা পুলিশে খবর দিলে তারা✱পীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়ার্ডে।
আর কী জানা যাচ্ছে? তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার খামেডডা কোয়েল পুকুরের ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের চারটি বালতিতে 𒊎এই বোমা গুলি রাখা ছিল। সম্প্রতি পাড়ুই থানার ভেড়ামারি গ্রাম থেকে তিনটি প্🐼লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা হয়েছিল। বোমা বিস্ফোরণও হয়েছিল বীরভূমে। বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই একাধিকবার নাম উঠেছে বীরভূমের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থꦗেকেও। এবার HT App🍨 বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup