রেল লাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ জনের। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে শিয়ালদা - বজবজ শাখার আকড়া স্টেশনের কাছে। নিহতরা এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। তরতাজা ২ যুবকের মৃত্যুতে শোকের আবহ এলাকায়।স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের একজনের নাম চাঁদ শেখ (২০)। তিনি এলাকারই বাসিন্দা। তাঁর সঙ্গে ছিলেন আকড়া ফটকের বাসিন্দা ১৮ বছরের আরও ১ যুবক। চাঁদ কলকাতায় কোথাও কাজ করতেন। প্রতিদিন আকড়া ফিরে পশ্চিম কেবিনের কাছে রেল লাইনে বসেই গেম খেলতেন তিনি। এই নিয়ে স্থানীয়রা তাঁকে সতর্কও করেছিলেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও রাত ১০ নাগাদ বজবজমুখি লাইনে বসে গেম খেলছিলেন চাঁদ ও তাঁর সঙ্গী। তখন ট্রেন এসে তাদের ধাক্কা মারে। ছিন্নভিন্ন হয়ে যায় ২ জনের দেহ। বেশ কিছুক্ষণ দেহ পড়ে থাকার পর GRP এসে দেহ উদ্ধার করে।স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবককে রেল লাইনে বসে গেম না খেলতে অনেকে সতর্ক করেছিলেন। কিন্তু সে কান দেয়নি। বৃহস্পতিবার রাতে গেমে এতটাই সে মগ্ন ছিল যে ট্রেন চলে এলেও টের পায়নি সে।