উৎসবের মধ্যেই ডুয়ার্সের চা বাগান থেকে এল আশার খবর। চা বাগান থেকে উদ্ধার হল রেকর্ড আকারের অজগর সাপ। শনিবার সকালে আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার করেন চা শ্রমিকরা। সেটিকে বনকর্মীরা জলদাপ♊াড়া জাতীয় উদ্যানের কোর এরিয়ার ছেড়ে দেওয়া হয়েছে।
ডুয়ꦬার্সের চা বাগানে অজগর বা অন্য বন্যপ্রাণী উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু ১৭ ফুট লম্বা পাইথন বা অজগর শেষ কবে উদ্ধার হয়েছে মনে করতে পারছেন না পুরনো বন আধিকারিকরাও। শনিবার সকালে চা গাছের পরিচর্যা করতে গিয়ে প্রাণীটিকে দেখতে পান চা বাগানের কর্মীরা। এর পর তাঁরা খবর দেন জলদাপাড়া অভয়ারণ্যের দফতরে। সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করেন চা শ্রমিকরা। অজগর দ্রুত ছুটতে পারে না। ফলে তাকে কাবু করতে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু বিশাল সাপটিকে বন দফতরের গাড়িতে তুলতে হাত লাগাতে হয় প্রায় ১ ডজন মানুষকে।
তবে এত বড় অজগর দেখা যাওয়ায় বেশ আশাবাদী বন আধিকারিক ও পরিবেশকর্মীরা। তাদের দাবি, বনাঞ্চলের পরিবেশ বন🎃্যপ্রাণের জন্য অনুকূল না হলে এত বড় সাপের দেখা মেলে না। গত কয়েক দশক ধরে ডুয়ার্সে বন্যপ্রাণ সংরক্ষণে লাগাতার যে অভিযান চলছে, তার সাফল্যের জেরেই এত বড় অজগরের আবির্ভাব বলে দাবি তাঁদের।