ꦜগোষ্ঠী কোন্দলের জেরে রাজ্যের একাধিক জায়গা তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। এবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কর্মীর অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারী গ্🅠রামের তৃণমূল কর্মী আব্দুল বারিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা তৃণমূল নেতা আব্দুল বাসিরের বিরুদ্ধে এই অপহরণের অভিযোগ এনেছেন।
অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা গিয়ে, গত শনিবার নিজের বাড়ি থেকে অপহরণ হয়েছিলেন এই তৃণমূল কর্মী। ঘটনায় তার পর🅷িবারের তরফে মোট ১৫ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আব্দুল বাসির এবং তার দলবল। পরিবারের অভিযোগ, আব্দুল বাসিরের বিরোধী গোষ্ঠী হল উনসা হক ঘনিষ্ঠ। আব্দুল বারিক উনসা হক গোষ্ঠীর সম🉐র্থক।