পোশাক বিভ্রাটের জেরে পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযো🔯গ উঠল। অ্যাডমিটের ছবিতে থাকা পোশাকের সঙ্গে পরীক্ষার্থীদের পোশাকের মিল না থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে অভ𓆉িযোগ। এমনই অভিযোগ উঠেছে বারাসতের রথতলা সংলগ্ন বিসিডিএ কলেজের বিরুদ্ধে। এর প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষায় বসতে না দেওয়ার কারণে তাঁদের এক বছর নষ্ট হতে চলেছে। অবিলম্বে তাঁদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: প্রকাশিত CTET-এর ফলাফল, রে🌃জাল্ট দেখার প্রকꦅ্রিয়া দেখে নিন
জানা গিয়েছে, নার্সিং এর এএনএম এবং জিএনএম পরীক্ষা ছিল। সাধারণত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হয়। বিসিডিএ কলেজে এই পরীক্ষার সিট পড়েছিল। 𝓡তবে পরীক্ষা দিতে গিয়ে ঘটে বিপত্তি। অনেক পরীক্ষার্থী অ্যাডমিট নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলে তাঁদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কারণ অ্যাডমিটে থাকা পোশাকের সঙ্গে তাঁদের পোশাকের কোনও মিল ছি🤪ল না। পরে কলেজ কর্তৃপক্ষের দাবি মতো পরীক্ষার্থীরা নতুন করে ছবি তুলে নিয়ে আসেন। কিন্তু তারপরেও তাঁদের অনেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ সময়ের মধ্যেই ছবি তুলে নিয়ে যাওয়া হলেও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
এক পড়ুয়ার অভিযোগ, অ্যাডমিটে ছবি ছিল সিভিল পোশাকে। কিন্তু, তিনি স্কুল পোশাকযুক্ত ছবি নিয়ে গিয়েছিলেন। তাই ঢুকতে দ🍬েওয়া হয়নি। যদিও পরীক্ষা কেন্দ্রের তরফে জানানো হয়, অ্যাডমিটে যে ছবি রয়েছে সেই ছবিই নিয়ে আসতে হবে। পরে অনেকেই নিকটবর্তী দোকান থেকে ছবি প্রিন্ট করে নিয়ে আসেন। কিন্তু তারপরেও অনেক পড়ুয়াকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরীক্ষা দিতে না পারায় কান্নায় ভেঙে পড়েন অনেক পরীক্ষার্থী। এক পরীক্ষার্থীর অভিযোগ, তিনি অনেক দূর থেকে পরীক্ষা দিতে এসেছেন। কিন্তু এভাবে পরীক্ষায় বসতে না দেওয়ার ফলে তাঁর একটা বছর নষ্ট হতে চলেছে।