মিড ডে মিলের চাল চুরি, অথবা কোথাও স্কুলের বিভিন্ন প্রকল্পের টাকা চুরির অভিযোগ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রায়ই শোনা যায়। আর এবার স্কুলের জমিই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দুটি স্কুলের জমি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। যার মধ্যে একটি স্কুলের ৩০ ডেসিমাল জায়গা এবং অন্য স্কুলের ১৭ ডেসিমাল জায়গা বিক্রি করা হয়েছে। এমন অভিযোগ উঠেছে পূর্🅘ব মেদিনীপুরের পটাশপুর এবং রামনগরে।
আরও পড়ুন: স্কুলের ভিতর তৃতীয় শ্রেণির বালককে গুলি করে পলাতক ৯ বছরের পড়ুয়া, কোথায় 🐼ঘটল꧃?
অভিযোগ উঠেছে, পটাশপুর ১ নম্বর ব্লকের অমর্ষি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্কুলের ৩০ ডেসিমাল জমি বিক্রি করা হয়েছে। এছাড়াও, রামনগর-১ ব্লকের হলদিয়া-১ গ্রাম পঞ্চায়েতের সাদী রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলের ১৭ ডেসিমাল জমিও বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সেক্ষেত্রে স্কুল পরিদর্শকের সই নকল করেই জমি বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অর্জুনি মৌজায় রা🅷জেন্দ্র নারায়ণ হাইস্কুলের ১৭ ডেসিমাল জমি ১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডল। সেক্ষেত্রে দিঘা চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু পালের সই নকল করা হয়েছে।
এনিয়ে স্কুলের পরিচালন কমিটির এক সদস্যের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরে তদন্তে নেমে স্কুল পরিদর্শক জানতে পারেন যে রেজিস্ট্রির সময় সই নকল করা হয়েছে। এর পরেই অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়। তিনি জমি বিক্র𒐪ির অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, পটাশপুরের আরেকটি স্কুলের ৩০ ডেসিমাল জমি ꦫদুজন স্থানীয় বাসিন্দাকে ২০১৩ সালে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। সেক্ষেত্রেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষা দফতরের তরফে পটাশপুর থানায় অভিযোগ করেন। যদিও প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। জানা গিয়েছে, রামনগরের স্কুলটির প্রধান শিক্ষককে জমি ফিরিয়ে দিতে বলেছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি।