এসএসসি, টেট, মাদ্রাসার পর এবার কল্যাণীর এইমস হাসপাতালে নিয়োগে দুর্নীতি সামনে এসেছে। এই হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে বিজেপির। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং চাকদহের বিজেপি বিধায়ক ব🧔ঙ্কিম ঘোষের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। এনিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে সিআইডি।
অভিযোগ, চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধু অনুসূয়া ধর ঘোষকে এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তাঁর মেয়ে মৈত্রেয়ী দানাকে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন। ⭕ইতিমধ্যেই এই ঘটন꧟ার তদন্তে নেমে সিআইডি বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে। শিক্ষক নিয়েগ﷽ে দুর্নীতি নিয়ে এতদিন অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ক্ষমতাবলে তাঁর মেয়েকে শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছিলেন। এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। যার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে বিজেপি।