এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতির কারণেই ভুবন মণ্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করཧে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপ🌸াতাল চত্বরে।
আরও পড়ুন - আরজি করের 'ছায়া' কলকাতা মেডিক্যালে, তৃণমূল বিধায়ক𒁃ের বিরুদ্ধে বিস্ফোরক অ𒀰ভিযোগ
পড়তে থাকুন - SC-তে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি রা📖জ্য, সাগর দত্ত কাণ্ডে বিস্ফোরক ডাক্তাররা
ভুবনের পরিবারের দাবি, রবিবার বিকেলে অসুস্থতা বোধ করলে ক্যানিং মহকুমা হ🌟াসপাতালে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসেন পরিবারের লোকজন। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা। ভুবনের কিছুই হয়নি বলে দাবি করেন চিকিৎসকরা। পরিবারের সদস্যদের দাবি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ভুবন। হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন চিকিৎসকদের। কিন্তু তাঁরা কোন কথাই কানে নেননি বলে অভিযোগ। সোমবার ভোরে ফের অসুস্থ হয়ে পড়েন ভুবন। পরিবারের লোকজন তাঁকে ক্যানꦬিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভুবনকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের দাবি ভুবন ক্যান্সারে আক্রান্ত, তাঁর চিকিৎসা চলছে। শ্বাসকষ্ট জনিত সমস্যার কথা বললেও চিকিৎসকরা তা শোনেন নি। চিকিৎসার গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ভুবনের বলে দাবি তাঁদের। এই চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে সোমবার সকালে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিজন💮রা। কেন ওই রোগীকে রবিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। যদিও এব্যাপারে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন - কীভাবে হামলা চালাল রোগী🍎 পরিবার? সাগর দত্তের নিরাপত্তা সংস্থাকে শোকজ
আরজি কর কাণ্ডের পর রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তার দাবিতে সরব হয়ে💮ছেন চিকিৎসকরা। কিন্তু তার পরেও গত শুক্রবার থেকে একাধিক হাসপাতালে চিকিৎসায় গাফিলতির দোহাই দিয়ে হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।