পার্থে আর কয়েকঘন্টা পরই শুরু হাইভোল্টেজ টেস্ট ম্যাচ। দুই দলই এখনও পর্যন্ত টেস্ট ক্রমতালিকা অনুযায়ী ফাইনালে যেতে পারবে। যদিও ভারতের কাছে কাজটা কঠিন কারণ ভারতকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে কমপক্ষে চারটি ম্যাচে। কিন্তু অস্ট্💎রে༺লিয়ার কাছে অ্যাডভান্টেজ রয়েছে এক্ষেত্রে, কারণ তাঁদের এত ম্যাচে জিততে হবে না। তারাও চাইবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে।
আরও পড়𝔍ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
বিরাট বনাম স্টার্ক, কামিনস বনাম জয়সওয়াল, দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষায় রয়েছে পার্থ টেস্ট। বাউন্সারদের স্বর্গরাজ্যে ব্যাটাররাও সুবিধা পাবেন, যদি বাউন্সি উইকেটে মানিয়ে নিতে পারেন চটজলদি। একদিন ধরে▨ চেষ্টাও করেছেন নেটে এমন পিচে মানিয়ে নেওয়ার। এদিকে প্রকাশিত হয়ে গেল পার্থ টেস্টের ধারাভাষ্যকরদের তালিকা।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! 🅰নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
এখন ক্রিকেট আর শুধু চোখে দেখার খেলা নেই, বরং আধুনিকতার যুগে ধারাভাষ্য এখন ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গীভ﷽াবে জড়িয়ে গেছে। পার্থ টেস্টে ইংলিশে কমেন্ট্রি করতে দেখা যাবে বিশ্বাকপজয়ী তারকা সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, ম্যাথিউ হেডেন, এবং ওয়াসিম আক্রমকে। এছাড়াও থাকছেন নিকোলাস, মুরলি বিজয় এবং রাসেল আর্নল্ড।
আরও পড়ুন-IP꧂L নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে প♚ারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
ভারতীয় ক্রিকেট দলের হয়ে এবারে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি চেতেশ্বর পূজারা। ২০১৮-১৯ সালে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে যেবার প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজে হারিয়ে এসেছিল , সেই সিরিজের সেরা ক্রিকেটারের তকমা ছিনিয়ে নিয়েছিলেন তিনি। এরপর ২০২০-২১ সালেও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জয়ী দলের সদস্য ছিলেন পূজারা। এবার তাঁকেই দেখা যাবে হিন্দি ধারাভাষ্যকারের ভূম𒀰িকায়।
আর💖ও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং 🍸কোচ পাকিস্তান ক্রিকেটে…
হিন্দিতে চেতেশ্বর পূজারার পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে থাকছেন সঞ্জয় মঞ্জরেকর, দীপ দাশগুপ্ত, ওয়াসিম আক্রম, সুনীল গাভাসকর𒈔, জতীন সাপরু এবং𒀰 দীপ দাশগুপ্ত। গতবার অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খুবই খারাপ ফল ছিল ভারতের। এবারে যেন শুরু ভালো হয়, সেই আশাতেই থাকবেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। কারণ প্রথম দুই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ