বুধবারই বাংলাদেশ থেকে ঢোকা অনুপ্রবেশকারী, গুলশান কলোনি ✱নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রুদ্♌রনীল ঘোষ। ইতিমধ্য়েই কসবার সেই গুলশান কলোনি, 'বেআইনি' নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে আক্রমণ করলেন অভিনেতা-রাজনীতিবিদ।আর নিজের এই আক্রমণে রবি ঠাকুর ও তাঁর কবিতাকে টেনে আনলেন রুদ্রনীল।
২১ নভেম্বর রুদ্রনীল ঘোষ যে ফেসবুক পোস্ট করেছেন তাতে লেখা রবীন্দ্রনাথের ছবি দিয়ে লেখা 'দুই বিঘা জমি' (রবীন্দ্রনাথের একটি কবিতার নাম), আর এর ঠিক নিচেই রবীন্দ্রনাথের নাম কেটে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার নিচে ব্♓রাকেটে লেখা (ভূমি-ভূমি সংস্কার-ভূমি ব্যবহার-ভূমি রাজস্বমন্ত্রী-পুলিশমন্ত্রী-মুখ্যমন্ত্রী) নিচে লাইনে ছডা কেটে কোটেশনে ‘বাবু কহিলেন বিদায় বেলায়, সব জমি দিব ঝাড়ি। রোহিঙ্গা আর প্রমোটর দিয়া চাল চুলো নিব কাড়ি। ও বোকা উপেন খাও হে নজেন, তৈরি ববি-সুশান্ত। স্💯নেহের পরশ ছাড়বে ওরা, জনতা অবলাকান্ত’। এই পোস্টের ক্যাপশানে লেখা মমতা-'জমি-সিন্ডিকেট। জনগণ-উপেন'। নিজের এই পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগও করেছেন অভিনেতা-রাজনীতিবিদ।
নিজের পোস্টের নিচে ব্যাখ্যা দিয়ে কমেন্ট বক্সে রুদ্রনীল ফের লেখেন, ‘স্নেহের পরশ ডেভেলপার। কাউন্সিলার সুশান্ত ঘোষের ১০৮ ওয়ার্ডে ২ হাজার বিঘা জমি প্রকাশ্যে লুঠ।সৌজন্যে:- মমতা বন্দ্যোপাধ্যায়ের𒁃 ও ববি হাকিম.। প্রশ্ন: কে কাকে কত স্নেহ দিল বা নিল?'
তবে রুদ্রনীলের এহেন আক্রমণে রবীন্দ্রনাথকে টেনে আনায় কিছুটা বিরক্ত নেটপাড়ার একাংশ। এর মধ্যে একজন লেখেন, ‘TMC বা সরকার কে আপনি বিঁধতেই পারেন, এই সরকার এবং যাদের ন𒆙াম লেখা আছে তাঁদের প্রতি কোনও সহমর্মিতা আমার☂ নেই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম টা না জড়িয়ে অন্য ভাবে লিখলে আমার মনে হয় ভালো হতো, বিশেষ করে "রবীন্দ্রনাথ ঠাকুর লিখে সেটা কেটে দেওয়া এটা আমার দেখতে ভালো লাগছে না মোটেই| একান্ত ব্যক্তিগত মতামত।’
এই মন্তব্যের জবাবও দিয়েছেন রুদ্রনীল ঘোষ। তিনি পাল্টা সেই নেটিজেনকে ট্যাগ করে লেখেন, প্রতিবাদ করেছিলেন যেদিন রবীন্দ্রনাথের 'বাংলার মাটি বাংলার জল' গাಌনের শব্দ কেটে নিজের শব্দ বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাজ্য সংগীত’ গেয়েছিলেন?আমি প্র🔯তিবাদ করেছিলাম। চুপ ছিলেন আপনারা অনেকে।
তবে বহু নেটিজেনকেই রুদ্রনীল তাঁর এই পোস্টে পাশে পেয়েছেন। একজন লেখেন, ‘বর্তমানে আপনার মতো কনটেন্ট আর কাউকে তৈরি করতে দেখিনা🧸। অনবদ্য, অসাধারণ, অতুলনীয় কোন শব্দই যথেষ্ট নয়। খুব খুব ভালো থাকবেন Sir’। আরও একজন লেখেন, ‘অসাধারণ লিখেছেন আপনি। মনে হয় আরও অনেক🐻 কিছুই বাকি আছে। কলম তৈরি রাখুন অনেক লিখতে হবে মনে হচ্ছে। এদের কার্যকলাপের আর দুর্নীতির জন্য আপনার অনেক সাহিত্য ও সুন্দর সুন্দর কবিতা রচনা হয়ে গেল। ওদের ধন্যবাদ দেওয়া উচিত। ওরা অমন না করলে আপনি এমন অসাধারণ রচনা করতেই পারতেন না। এটা মানতেই হবে।’