গুলি করে খুন করা হয়েছিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। এদিকে ঘটনার🅰 পর থেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। এবার পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ পুরবোর্ড গঠনের দিন পুরভবনের দরজার সামনেই তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এরপরই পুলিশ তাঁর শ্লীলতাহানি করে। এদিকে পূর্ণিমা কান্দু নিজেও ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এনিয়ে জেলা পুলিশ সুপারকে চিঠিও পাঠিয়েছেন তিনি।
এদিকে অভিযোগপত্রে তিনি লিখেছেন, এই ঘটনায় সেই সময় অতিরিক্ত পুলিশ সুপার সক্রিয় ছিলেন। তিনি লিখেছেন পুরবোর্ড গঠন করার জন্য তিনি গত ৫ই এপ্রিল ঝালদা পুরভবনে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ কর্মীরা সেই গণতান্ত্রিক অধিকারে বাধা দেয়। শুধু হেনস্থা করাই নয়, তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও তাঁর অভিযোগ। এমনকি ভিডিও ক্লিপ দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে তাঁর দাবি। এদিকে এর আগে ঝালদা থানার আইস🌞ির বিরুদ্ধে শাসানোর অভিযোগ উঠেছিল। এনিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েন পুলিশ কর্তারা। এবারও ফের সেই পুলিশ কর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন নিহত তপন কান্দুর স্ত্রী। তবে জেলা পুলিশ সুপার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।