জঙ্গল থেকে বেরিয়ে এক ব্যক্তির উপর আক্রমণ করল দাঁতাল হাতি। তার জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ফালাকাটা জুড়ে ব্যাপক ꦺআলোড়ন ছড়িয়ে পড়ল। আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। আলিপুরদুয়ারের ফালাকাটায় এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতেই পারছেন না। ওই ব্যক্তি দাঁতালকে বিরক্ত করেননি। এমনকী তিনি বুঝতেই পারেননি পিছনে দাঁতাল আসছে। তার জেরেই এই নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ঠিক কী ঘটেছে ফালাকাটায়? স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে এক ব্যক্তি রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের লছমন ডাবরি এলাকায় ওই ব্যক্তির বাড়ি। ওই ব্যক্তির নাম বাবলু রহমান। নিজের বাড়ি থেকে বাইরে হাঁটতে রাতে বেরিয়েছিলেন বাবলু। কিন্তু পাশের কুঞ্জনগ🍨র জঙ্গল থেকে হাতি বেরিয়ে পড়েছে সেটা তিনি বুঝতে পারেননি। হাতিটি বাবলুকে সামনে দেখে আক্রমণ করে। আর শুঁড় দিয়ে তাঁর হাত পেঁচিয়ে ছিঁড়ে দেয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে তীব্র চিৎকার করে ওঠেন বাবলু। তখন সবাই ছুটে এসে উদ্ধার করে বাবলুকে হাসপাতালে নিয়ে যায়।
তারপর ঠিক কী ঘটল? রক্তাক্ত অবস্থায় বাবলুকে উদ্ধার করে নিকটবর্ত🔴ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়🌼। তাঁর হাত ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটায় তখন শারীরিক অবস্থা শোচনꦰীয় হয়ে ওঠে। সেটা দেখে ওই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। এই হাসপাতালে স্থানান্তরিত করতে যাওয়ার পথেই মৃত্যু হয় বাবলুর। যা নিয়ে আজ, বৃহস্পতিবার জোর চর্চা শুরু হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে ফালাকাটা এলাকায়।
আর কী জানা যাচ্ছে? আজ, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় ময়রাডাঙ্গা বিটের বন কর্মীরা পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও। বাবলুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বন দফতর সূত্রে খবর, যথাযথ নিয়ম মেনে বাবলুর পরিবারের সদস্যরা ✨আবেদন করলে তাদের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। 🌼বুধবার রাতে বাবলু বাড়ি থেকে বেরিয়ে পায়চারি করার সময় পাশের জঙ্গল থেকে হাতি বেরিয়ে পড়ে। বাবলু হাতিটির সামনে পড়ে গেলে এই ঘটনা ঘটে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউꦍনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup