স্বাধীনতার ৭৫তম দিবসে চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমে। অজয় নদীতে স্নান করতে নেমে চমকে গেলেন স্থানীয় যুবকরা। কারণ ওই নদীর জলেই সন্দেহজনক বস্তু ভেসে থাকতে দেখেন তাঁরা। কিন্তু কি সেই জিনিসটি? আঁচ করতে পারেননি তাঁরা! বাধ্য হয়ে ডাকেন পুলিশকে। তখনই প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। এদিন বীরভূমের কাঁকড়তলার ☂নবসন গ্রামের অজয় নদীর চরে অর্ডিন্যান্স মেটাল বোম উদ্ধার হয়। যাকে ঘিরে সকাল থেকে চর্চা তুঙ্গে।
ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, আজ স🍬কালে নবসন গ্রামের কয়েকজন যুবক অজয় নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেখানে তাঁদের নজরে আসে একটা ভারী লোহার সিলিন্ডার। ভারী লোহার সিলিন্ডার ভেবে নদী থেকে ডাঙায় তোলেন তাঁরা। কিন্তু আকার দেখে সন্দেহ হয়। তখন বাধ্য হয়ে কাঁকড়তলা থানায় খবর দেওয়া হয়। এই ভারী জিনিসটি দেখে তদন্তকারীরা জানান, সেটি আসলে মেট💦াল বোমা। সেটিকে বালির বস্তা দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়।
আবার পরীক্ষা–নিরীক্ষা করে তাঁদের প্রাথমিক ধারণা, এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া ๊কোন বিস্ফোরক জাতীয় সরঞ্জাম। স্বাধীনতা দিব𓄧সের দিনই উদ্ধার হওয়া বস্তুটি দেখতে মানুষের ভিড় জমিয়েছেন। তবে এলাকায় রয়েছে পুলিশও। উল্লেখ্য, গত মঙ্গলবার রুটিন তল্লাশি চালানোর সময়ে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ।