আনিস খানের মৃত্যুতে আদালতে জবানবন্দি দিলেন বাবা সালেম খানসহ পཧরিবারের ৪ সদস্য। আদালতে গোপন জবানবন্দি দিতে আগেই সিটের তরফে নোটিশ পাঠানো হয়েছিল সালেম খানের কাছে। বুধবার দুপুর আড়াইটে নাগাদ তাঁরা জবানবন্দি দেন।
আনিস খানের মৃত্যুর মামলায় পরিবারের জবানবন্দি নিয়ে বেশ কিছুদিন ধরে দড়িটানাটানি চলছিল। সিটের তরফে বারবার পরিবারের সদস্যদের আদালতে গোপন জবানবন্দি দিতে অনুরোধ করা হয়। কিন্তু সাদা কাগজে কোনও শিলমোহর ছাড়া নোটཧিশ দেওয়ায় সেকথায় কর্ণপাত করেননি পরিবারের সদস্যরা। পরে পদ্ধতি মেনে নোটিশ দেন তাঁরা।
বুধবার সকাল ১০টায় পꦏুলিশ আধিকারিকদের আনিস খানের বাড়িতে পৌঁছনোর কথা ছিল। কিন্তু বেশ কিছুটা দেরিতে পৌঁছন তাঁরা। এর পর পরিবারের ৪ সদস্যকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেন তারা। দুপুর ২.৩০ মিনিট নাগাদ তাঁদের গোপন জবানবন্দির প্রক্রিয়া শেষ🐽 হয়।
আনিস 🦹খান হত্যায় প্রথম থেকেই সিটের তদন্তে অনাস্থা প্রকাশ করেছে পরিবার। সালেম খানের দাবি, যে জ্ঞানবন্ত সিং রিজওয়ানুর হত্যায় অভিযুক্ত তাঁকেই আনিস হত্যার তদন্তের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখনো CBI তদন্তের দাবিতে অনড় তারা।