গত বছর পরীক্ষায়ꦓ অকৃতকার্য হয়েছেন।এ বছর মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাওয়♛ায় মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক ছাত্রী।ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে খবর, ১৭ বছরের খুকুমণি রাজুয়ার এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।শান্তিপুরের আরাবান্দি ২ গ্রাম পঞ্চায়েতের বড় জিয়াকুর এলাকার বাসিন্দা খুকুমণি।গত বছর মাধ্যমিকে অকৃতকার্য হয়েছিলেন তিনি।এই বছর যাতে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন, সে ব্যাপারে জোরকদমে প্রস্তুতি নিয়েছিলেন তি𝔉নি।কিন্তু রাজ্য সরকারের তরফে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করার পরে মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি।এদিন বিষ খেয়ে আত্মঘাতী হন ওই ছাত্রী।জানা গিয়েছে, ওই মেয়েটির পরিবারে মা ও দাদা ছাড়া আর কেউ ছিলেন না।কর্মসূত্রে দাদা বাইরে থাকতেন।বোনের বিষ খাওয়ার খবর শুনেই চলে আসেন মেয়েটির দাদা🌌।জমিতে ব্যবহার করা কীটনাশক খেয়েছেন বলে জানা যায়।তড়িঘড়ি বোনকে হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে।
ছাত্রীর মৃতদেহ রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়।তবে মানসিক অবসাদেই আত্মহত্যা ক༺রেছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে, পুলিশ তা খতিয়ে দেখছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদেই আত্মহত্যা করে থাকতে পারেন খুকুমণি।
গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর গত বছর ২৫ মার্চ থেকে গেশজুড়ে ল🐼কডাউন চালু হয়েছিল।এরপর 𓃲দীর্ঘদিন লকডাউন প্রক্রিয়া চলার পর কয়েক মাসের জন্য লকডাউন উঠলেও ফের বিধিনিষেধ চালু হয়েছে।তার মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।এর আগে দিনহাটায় এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।মানসিক অবসাদের কারণেই ১৬ বছরের বর্ণালী বর্মণ নামে এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে অনুমান।