সিভিক ভলেন্টিয়ার এবং নিরাপত্তারক্ষীদের বেঁধে চুরি! এমনই দুঃসাহসিক চুরির ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার অশোকনগর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 🌜একইসঙ্গে সন্দেহ দানা বেঁধেছে। কীভাবে দুষ্কৃতীরা সিভিক ভলেন্টিয়ার এবং নিরাপত্তারক্ষী-সহ ৫ জনকে বেঁধে এই ধরনের লুঠপাট চালাল তা নিয়ে উঠেছে প্রশ্ন। গতকাল রাতে অশোকনগরে এভাবে পরপর দুটি সোনার দোকানে লুঠপা✅ট চালিয়েছে দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মাঝরাতে অশোকনগরের শ্রীকৃষ্ণ পঞ্চায়েত লাগোয়া নুরপুর বাজারে এই চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, ১৫ জন দুষ্ജকৃতী বাইকে করে আসে। প্র🐟ত্যেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র ও বোমা। তারা সিভিক ভলেন্টিয়ার এবং বাজারে নিরাপত্তার দায়িত্বে𝄹 থাকা নিরাপত্তা রক্ষীদের বেঁধে পরপর দুটি দোকানে লুঠপাট চালায়। শুধু তাই নয়, সিসিটিভিও খুলে নেয় দুষ্কৃতীরা ওই দুটি দোকান থেকে দুষ্কৃতীরা সোনার গয়না থেকে শুরু করে প্রচুর টাকা লুঠ🌸 করে চম্পট দিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটির কথা জানার পরেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপর তারা সিভিল ভলেন্টিয়ার এবং নিরাপত্তারক্ষীদের বাঁধন খুলে দেয়।