পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল নৈহাটি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল নেতা আহত না হলেও অল্পের জন্♎য রক্ষা পেয়েছেন। গতকাল বুধবার রাত ন'টা নাগাদ নৈহাটি বিধানসভার অন্তর্গত ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা রানা দাশগুপ্তের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শিবপুর গ্রাম পঞ্চায়েতের পেপার মিলের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
তৃণমূল নেতা জানিয়েছেন, ‘আমি পলাশী মাঝিপাড়া থেকে বাড়ি ফিরছিলাম। রাতে পেপার মিলের কাছে আমি বাথরুমের জন্য বের হয়। সেই সময় হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। সঙ্গে সঙ্গে আমি গাড়ির ভিতরে ঢুকে সেখান থেকে পালিয়ে আসে।’ গাড়ির চালক জানিয়েছেন, ‘ওই গাড়িতে মোট চারজন ছিলাম। দুজন দুষ্কৃতী সামনে থেকে বাইকে করে আসে। তাদের মাথায় হেলমেট ছিল। এরপরই তারা রানা দাসকে ল𓂃ক্ষ্য করে গুলি চালায় এবং বোমাবাজি করে।’ তবে গুলি এবং বোমার আঘাতে কেউ আহত না হলেও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন। গুলি লক্ষভ্রষ্ট হয়ে গাড়ির কাচ ফুটো হয়ে বেরিয়ে যায় ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বীজপুর থানার আইসি জয়প্রকাশ পান্ডে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তুষার কান্তি পাঠক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কর্মীরা। এর প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর হালিশহর পাঁচ মাথার মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ চালা🧸য় তৃণমূল কংগ্রেস কর্মীরা ।ঘটনাস্থলে পৌঁছান দমদম ব্যারাকপুর মহিলা সাংগঠনিক সভাপতি সোনালী সিংহ রায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।