ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মালদায়। পর পর দুটি ফাঁকা বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার বামনগোলা থানা এলাকায় ব্🦹যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দু𓃲ষ্কৃতীদের গ্রেফতারে তৎপর হয়েছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে দিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনায় কোনও গ্যাং জড়িত রয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামনগোলা থানা এলাকার টিয়াটিটা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে। বাড়ির কর্তা শিবনাথ বিশ্বাস জানান, কিছুদিন গত রবিবার অনুষ্ঠান উপলক্ষ্যে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তার পরিবারের সকলেই। অন্যদিকে, পার্শ্ববর্তী বাড়ি⭕র গৃহিণী মা🍒লতি পন্ডিতও একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছিলেন। ফলে ওই দিন দুটো বাড়ি পুরো ফাঁকা ছিল। বাড়ির গেটে তালা লাগিয়ে তারা চলে গিয়েছিলেন।
সোমবার সকালে দুই বাড়ির কর্ত✨াদের ফোন করে সদর দরজার তালা ভাঙার বিষয়টি জানান প্রতিবেশীরা। তাদের কাছ থেকে খবর পাওয়া মাত্রই তারা বাড়িতে এসে দেখেন লন্ডভন্ড হয়ে রয়েছে বাড়ির জিনিসপত্র। যা পেয়েছে তাই চুরি করেছে দুষ্কৃতীরা। দুই বাড়ির সদস্যদের অভিযোগ, তারা বাড়িতে বেশকিছু সোনার গহনা এবং নগদ টাকা রেখে দিয়েছিলেন। তার সমস্ত কিছু চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দুটি বাড়ি থেকে কুড়ি হাজারেরও বেশি নগদ টাকা চুরি হয়েছে বলে তাদের অভিযোগ।
এই ঘটনার পরেই দুই বাড়ির কর্তারা বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়িতে চুরির অভিযোগ দায়ের করেন। তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। স্থানীয়দের অভিযোগ, চলতি মাসেই 𒅌এꦯকটি বাড়ি থেকে চুরি হয়েছিল। তারপরেও তৎপরতা দেখায়নি পুলিশ। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।