মাস কয়েকের দড়ি টানাটানির অবসান। দোলের দিনই দিল্লি যেতে হচ্ছে গরুপাচারে অভিযুক্ত বী𝔉রভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। সোমবার বিকেলে ইডি সূত্রে এমনই জানা গিয়েছে। ফলে মঙ্গলবার সকালে শান্তিনিকেতন যখন মাতবে বসন্ত উৎসবে তখন কলকাতার দিকে ছুটবে ক🤪েষ্টর কনভয়। দোলের রং আকাশে মিলানোর আগেই তাঁকে নিয়ে আকাশ চিরে দিল্লি উড়ে যাবে বিমান।
অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে যাবতীয় জটিলতা সোমবার কাটিয়ে দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আদালতের নির্দেশে জানানো হয়েছে, আসানসোল জেল থেকে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অনুব্রতকে পাহারা দিতে হবে তাদেরই। এর পর চিকিৎসক অনুব্রতকে সুস্থ ঘোষণা করলে তাওঁকে ইডির হাতে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুব্রতর নিরাপত্তার দায়িত্ব বুঝে নেবে কেন্দ্রীয় বাহিনী।
ইডি সূত্রের খবর, মঙ্গলবার দিনে দিনে গোটা প্রক্রিয়💯া মিটিয়ে ফেল𝔍তে চায় তারা। তাই সকালেই আসানসোল জেল থেকে অনুব্রতকে পুলিশি পাহারায় বার করবে জেল কর্তৃপক্ষ। প্রায় ২.৫ ঘণ্টার রাস্তা এসকর্ট করে কলকাতা আনা হবে অনুব্রতকে। তবে কলকাতায় কোন হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে তা এখনো স্পষ্ট নয়। স্বাস্থ্যপরীক্ষা শেষ হলে অনুব্রতর জন্য দিল্লির বিমানের টিকিট কাটবেন ইডির আধিকারিকরা। শুক্রবার দিনের আলো থাকতেই কেষ্টকে নিয়ে দিল্লি উড়ে যেতে চায় তারা।
ইডির সূত্রের খবর, দোলের দিন অনুব্রতকে জেল থেকে বার করা হবে 🅷কি না তা নিয়ে প্রথমে ধন্দে ছিলেন ইডির আধিকারিকরা। তবে কেষ্টকে আর সময় দিতে চান না তদন্তকারীরা। তাছাড়া দোলের দিন রাস্তাঘাট ফাঁকা থাকবে। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চিকিৎসকরাও থাক▨বেন। ফলে গোটা প্রক্রিয়া নির্ঝঞ্ঝাটে মেটানো যাবে।