দু’দিন আগে গ্রেফতার করাꦺ হয়েছিল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে। তারপর থেকে দফায় দফায় চলেছে ইডি’র জেরা। আর তাতেই এবার কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। তিনি কিছু জানেন না বলেই কোনও তথ্য দিতে পারবেন না বলে ইডি অফিসারদের জানিয়েছেন তিনি। আর এখানেই কাঁদতে কাঁদতে বাবা অনুব্রতর সঙ্গে দেখা করতে চাইলেন। তদন্তকারীদের পর পর প্রশ্নে কান্নায় ভেঙে পড়েছেন সুকন্যা বলে সূত্রের খবর। গরুপাচার মামলায় নয়াদিল্লিতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর দু’বার ইডি’র হাজিরা এড়িয়েছিলেন সুকন্য়া মণ্ডল।
এদিকে সুকন্যাকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ ඣদিয়েছিলেন। আর তার পর থেকেই হেফাজতে জেরা চলছে সুকন্যা মণ্ডলের। ইডি সূত্রে খবর, সু💙কন্যার নামে যে বিপুল সম্পত্তি রয়েছে তার উৎস জানার চেষ্টা চলছে। কিন্তু তা নিয়ে নানা প্রশ্ন করতেই ভেঙে পড়েছেন তিনি। সুকন্যার অ্যাকাউন্টে জমা পড়েছে ৪৯ হাজার ৯৯০ টাকা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, এই ব্য়াপারে সুকন্য়াকে প্রশ্ন করা হলেও সদুত্তর মেলেনি। এছাড়া বিপুল পরিমাণ জমি, কোটি টাকার ফিক্সড ডিপোজিট–সহ নানা সম্পত্তির হদিশ মিলেছে।
অন্যদিকে ইডির অফিস꧒াররা মনে করছেন, গরুপাচারের টাকাতেই অনুব্রত মণ্ডলের মেয়ের নামে সম্পত্তি গড়ে উঠেছে। তাই সুকন্যার থেকে জানার চেষ্টা করেন তাঁরা। আর সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন নানা সময়ে এই অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা পড়েছে। এবার তা নিয়েই করা হয়েছিল প্রশ্ন। তখন সুকন্যা তাঁদের বলেন, ‘যাঁরা টাকা রেখেছেন,꧃ তাঁরাই বলতে পারবেন।’ তখন তদন্তে নেমে দেখা যায়, বিভিন্ন সময় বা💟ড়ির পরিচারক, রাঁধুনি অথবা গাড়ি চালক ব্যাঙ্কে গিয়ে এই টাকা ডিপোজিট করে আসতেন। আর জিজ্ঞাসা করতে তাঁরা ইডিকে জানিয়েছেন, যেমনটা তাঁদের রাখতে বলা হত, তাঁরা তেমনটাই করতেন।