মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলেন দৃষ্টিহীন পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা দিতে এসে জানতে পারেন রাইটার নেই। পরীক্ষা অনিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সহয়তায় খুব তাড়াতাড়ি দৃষ্টিহীনরা পরীক্ষায় বসতে পারলেন। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানান, ‘জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৯২৩ জন। এখানে দৃ্ষ্টিহীন পরীক্ষার্থীদের নিয়ে সমস্যা দেখা গিয়েছিল। দৃষ্টিহীন পরীক্ষার্থীরা জানতে পারেন তাঁদের রাইটার নেই। সঙ্গে সঙ্গে এসআরডি–এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করি। তিনি মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলেন। পাঁচ মিনিটের মধ্যে ১১ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য রাইটারের ব্যবস্থা করা হয়।’ দৃষ্টিহীন এক পরীক্ষার্থী মনসুরা খাতুন জানান, প্রথমে আমাদের বলা হয়েছিল, রাইটার নেই। তাই পরীক্ষা দিতে পারব না। ব্যবস্থা হয়ে যাওয়ার পর পরীক্ষায় বসি। পরীক্ষা ভালই হয়েছে। উল্লেখ্য, এই বছর ৭ মার্চ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। আর পাঁচজন পরীক্ষার্থীর মতো দৃষ্টিহীনদের জন্যও পরীক্ষার ব্যবস্থা রাখে মধ্য শিক্ষা পর্ষদ। সাধারণত রাইটার নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পান পরীক্ষার্থীরা। এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন দলের ছাত্র সংগঠনকে। তাঁরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতে বলেন তিনি।