ভোট মিটলেও রাজ্যে অশান্ত🅘ি থামার নাম নেই। খুন – খারাপি, মার – ধর বোমা -🔜 বাজির মতো ঘটনা ঘটে চলেছে শনিবার রাত থেকেই। এর মধ্যে শনিবার গভীর রাতে বোমা পড়ল ভাটপাড়া পুরসভা এলাকায়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট শান্তিতে মিটলেও এড়ানো গেল না ভোট পরবর্তী অশান্তি।
আরও পড়ুন - ম♏ুসলিমജরা তাদের বিরুদ্ধে ভোট দিলেই TMCর ‘ধর্মনিরপেক্ষতা’র মৃত্যু হয়: অমিত মালব্য
পড়তে থাকুন - ৩০ দূর অস্ত🐷, বাংলায় কত আসন পেতে পারে বিজেপি, ভোট শেষ হতেই ফাঁস করলেন খোদ সুকান্ত
ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ড শনিবার রাতের অন্ধকারে পড়লো বোমা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্𒉰রে শান্তিপূর্ন ভোট মিটলেও নির্বাচনের ফল বেরোনোর আগে শুরু হল অশান্তি। শনিবার রাতে বোমাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভাটপাড়া পৌর এলাকায়।
ভা🎃টপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশে মাঠে রাতের অন্ধকারে পড়ল বোমা। বিজেপি কর্মী প্রিয়াঙকু পান্ডে সেই সময় তার নিজের বাড়িতে উপস্থিত না থাকলেও বোমাবাজির খবর পেয়ে রাতেই বাড়ি ফিরে আসেন। তাঁর বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটপ বাইকে করে ২ দুষ্কৃতী এসে বোমা ছুড়ে পালিয়েছে।
তাঁর অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট হওয়ায় ভোট গণনার আগে তাঁকে ভয় দেখানোর জন্য এই বোমাবাজি করা হয়েছে। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ🍌্টা করা হচ্ছে। আমাকে🐻 ভয় দেখানোর চেষ্টা করছে। এতে লাভ হবে না। বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানা পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে। কিন্তু এই ঘটনায়, ভাটপাড়া থানার পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।’
আরও পড়ুন - ছাপ্পার অভিযোগ প্রতিকুরের, ডায়মন্ড হারবার নিয়ে শুভেন্দুর দাবি🅠 আরও ভয়ানক
ওদিকে এই ঘটনায় পুলিশ🧸ি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর দাবি, ‘ভাটপাড়া, জগদ্দল এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে রেখেছে পুলিশ। তার পরেও যারা বোম মেরে চলে যাচ্ছে তাদের গ্রেফতার করতে পারছে না। এটা পুলিশের ব্যর্থতা।’