আসানসোল এবং বালিগঞ্জ - রাজ্যের দুই উপ-নির্বাচনেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস। রীতিমতো শোচনীয় অবস্থা বিজেপির। তাৎপর্যপূর্ণভাবে বালিগঞ্জে দুইয়ে উঠে এসেছে সিপিআইএম। শুধু তাই নয়, গতবারের বিধানসভা ভোটের তুলনায প্রায় ৩০ শতাংশ বেড়েছে ভোট🅺ে♊র হার। তৃণমূলের ভোট কমেছে ২২ শতাংশের মতো।
আসানসোল হাতছাড়া বিজেপির, রেকর্ড ভোটে জয়ী 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহা
আসানসোল হাতছাড়া বিজেপির, রেকর্ড ভোটে জয়ী 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহা – আরও পড়ুন
'বহিরাগত'র কাছে হেরে বিস্ফোরক ঘরের মেয়ে অগ্নিমিত্রা, BJP'র অন্তর্ঘাত আসানসোলে?
'বহিরাগত'র কাছে হেরে বিস্ফোরক ঘরের মেয়ে অগ্নিমিত্রা, BJP'র অন্তর্ঘাত আসানসোলে? - আরও পড়ুন
Ballygunge By Election 2022: সায়রার ছোঁয়ায় ফিনিক্স পাখির মতো উত্থান CPIM-র, ১ বছরে বালিগঞ্জে ভোট বাড়ল ৩০%!
Ballygunge By Election 2022: সায়রার ছোঁয়ায় ফিনিক্স পাখির মতো উত্থান CPIM-র, ১ বছরে বালিগঞ্জে ভোট বাড়ল ৩০%! – আরও পড়ুন
'অজুহাত দেব না', ভোটে হেরে বললেন অগ্নিমিত্রা
আসানসোল উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল: জনাদেশ মাথা পেতে নিতে হবে। কেন্দ্রীয় বাহিনী কাজ করেছে। অজুহাত দেব না। রিগিং হয়েছে বা কিছু হয়েছে, বলব না। আত্মসমীক্ষা দরকার। তবে আসানসোল দক্ষিণে 🦩একটা অংশে সন্ত্রাস হয়েছে।
আসানসোলে ১.৯ লাখ ভোট এগিয়ে তৃণমূল
আসানসোল উপ-নির্বাচন: ১.৯ লাখ ভোট এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ🐽ত্রুঘ্ন সিনহা।
ফুল বদলে ২০,০৩৮ ভোটে জয় বাবুলের, দুর্দান্ত ফল CPIM-র
বালিগঞ্💟জ উপ-নির্বাচন: ২০,০৩৮ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের সায়রা শাহ হালিম। তৃতীয় হয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
নববর্ষের ‘উপহার’ দিলেন মানুষ, উপ-নির্বাচন জয়ের পর ধন্যবাদ জানালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পক্ষে জনমত দেওয়ার জন্য আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের আ𓆉ন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মা-মাটি-মানুষ সংগঠনের প্রতি আমাদের মানুষের নববর্ষের উপহার হিসেবে বিবেচনা করছি। আবারও আমাদের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।
প্রায় ১৬,০০০ ভোটে এগিয়ে বাবুল
বালিগঞ্জ উপ-নির্বাচন: সতেরো রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় ১৫,৩৮৬ ভোটে এগিয়ে বꦰাবুল সুপ্রিয়। তিনি পেয়েছেন ৪৪,৯৫১ ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ২৯,৫৬৫ ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ তিন নম্বরে। তিনি পেয়েছেন ১০,৭১৯ ভোট। কংগ্রেসের কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫,০৪৬ ভোট।
বালিগঞ্জে সংখ্যালঘু অধ্যুষিত ৬৪ ও ৬৫ ওয়ার্ডে 'হার' তৃণমূলের
বালিগঞ্জ উপ-নির্বাচন: সংখ্যালঘু অধ্যুষিত ৬৪ এবং ৬ꩵ৫ ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। যা তৃণমূলের কাছে বড় ধাক🧔্কা।
আসানসোলে ১.৩৫ লাখ ভোটে এগিয়ে তৃণমূল, সব বিধানসভায় হারছে বিজেপি
আসানসোল উপ-নির্বাচন: ১.৩৫ লাখ ভোট এগিযℱ়ে আছেꦓন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সাতটি বিধানসভায় পিছিয়ে গেল বিজেপি। নিজের আসানসোল দক্ষিণ কেন্দ্রেই পিছিয়ে অগ্নিমিত্রা পাল।
বালিগঞ্জে এগিয়ে বাবুল
বালি🌼গঞ্জ উপ-নির্বাচন:🐼 চোদ্দো রাউন্ড শেষে বাবুল সুপ্রিয় ১০,৮৫১ ভোটে এগিয়ে আছেন।
আসানসোল নিয়ে খুব খুশি, হইহই করে কাজ করব: বাবুল
বাবুল সুপ্রিয়: বালিগঞ্জের๊ মতো জায়গায় সুব্রতদা'র মতো ব্যক্তির আসনে প্রার্থী করেছিল দল। তাতে খুব খুশি। আসানসোল নিয়েও খুব খুশি। আমি জানতাম শত্রুঘ্ন সিনহা জিতবে। আমরা হইহই করে কাজ করব। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন।
ফাটিয়ে খেলল বাম, TMC-র ভোট কমতেই 'জয়' দেখছে BJP
বালিগঞ্জে ভোটে তিন নম্বরে নেমে গিয়েছে বিজেপি। সেখানে প্রায় ৩৫ শতাংশ ভোট টেনেছে বাম। কমেছে একধাক্কায় কমেছে তৃণমূলের ভোট। তাতেই নৈতিক জয় দেখছে বিজেপি। বিজেপির র🎃াজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, তৃণমূলের সংখ্যালঘু ভোট কমেছে। আগামিদিনে আরও কমবে। সংখ্যালঘু ভোট সরে সিপিআইএম এবং কংগ্রেসে গিয়েছে। বিজেপিতে যে আসবে না, 🦂তা স্পষ্ট।
আসানসোলে ১ লাখের লিড পেলেন তৃণমূল প্রার্থী, দ্বিতীয় অগ্নিমিত্রা
আসানসোল উপ-নির্বাচন: আসানসোলে এক লাখ ভোটে এগিয়ে গেলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পিছিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দ্বিত𓆉ীয় স্থানে আছেন তিনি।
আবারও লিড ৮,০০০ পার করলেন বাবুল
বালিগঞ্জ উপ-নির্বাচন: একাদশ রাউন্ড ভালো কাটল তৃণমূল কংগ্🍰রেস প্রার্থী বাবুল সুপ্রিয়ের। আপাতত ৮,৫৪৮ ভোটে এগিয়ে তিনি। পেয়েছেন ৩১,৬২৪ টি ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের ঝুলিতে আছে ২৩,১৬৬ টি ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৪,৩২২ টি ভোট। ৪,২৯৮ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
আসানসোলে 'খামোশ' BJP, ৭৮,০০০ ভোটের লিড TMC-র
আসানসোল উপ-নির্বাচন: আসানসোলে ৭৮,০০০ ভোটে এগিয়ে তৃণমূল কꦉংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পিছিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
জোড়া উপনির্বাচনে ধাক্কা বিজেপির
আসানসোল এবং বালিগঞ্জ - রাজ্যের দুই উপ-নির্বাচনেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস। রীতিমতো শোচনীয় অবস্থা বিজেপির। বালিগঞ্জে তো চার নম্বরে নেমে গিয়েছে। তাৎপর্💎যপূর্ণভাবে বালিগঞ্জে দুইয়ে উঠে এসেছে সিপিআইএম। শুধু তাই নয়, গতবারের বিধানসভা ভোটের তুলনায প্রায় ২০ শতাংশ বেড়েছে ভোটের হার। তৃণমূলের ভোট কমেছে ১৭ শতাংশের মতো।
আসানসোলে ৬০,০০০- বেশি ভোটে এগিয়ে তৃণমূল
আসানসোল উপꦇ-নির্বাচন: আসানসোলে ৬০,০০০- বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার𒆙্থী।
সায়রার চাপে রক্তক্ষরণ TMC-র, বালিগঞ্জে লিড কমছে বাবুলের
বালিগঞ্জ উপ-নির্বাচন: লিড কমল তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়ের। নবম রাউন্ডের শেষে লিড ছিল 🌊৮,০০০-র বেশি, তা কমে পৌঁছে গিয়েছে ৭,০০০-র কাছে। ৭,৮৭২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি পেয়েছেন ২৮,৬৩৫ টি ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের ঝুলিতে আছে ২০,৭৬৩ টি ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৪,০৯২ টি ভোট। মাত্র ৩,৬২১ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
Ballygunge By Election 2022: চার মাসে বালিগঞ্জে CPIM-র ভোট বাড়ল ২১%, বাবুলের ধাক্কায় ২২% কমে গেল তৃণমূলের?
Ballygunge By Election 2022: চার মাসে বালিগঞ্জে CPIM-র ভোট বাড়ল ২১%, বাবুলের ধাক্কায় ২২% কমে গেল তৃণমূলের? – আরও পড়ুন
আসানসোলে দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে তৃণমূল
আꦏসানসোল লোকসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে। ১৭,০০০ ভোটের মতো লিড তৃণমূল প্রার্থীর।
বালিগঞ্জে বাবুল এগিয়ে যাচ্ছেন, দ্বিতীয় স্থানে সায়রা
বালিগঞ্জ উপ-নির্বাচনে আপাতত সাতটি রাউন্ডের গণনা হয়েছে। ২১,২১৩ টি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের ঝুলিতে আছে ১২,৬০০ টিဣ ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৩,২৬৭ টি ভোট। মাত্র ১,৮৮১ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
বালিগঞ্জে চোরাবালিতে ডুবছে বিজেপি
বালিগঞ্জ উপ-নির্বাচন: ষষ্ঠ রাউন্ডের শেষে ৯,১০৫ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি পেয়েছেন ১৮,৮৭৪ টি ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের ঝুলিতে আছে ৯,৭৬৯ টি ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৩,০৪৭ টি ভোট। মাত্র ১,৭৪৪ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কেয়া 𓆉ঘোষ।
বালিগঞ্জে ক্রমশ লিড বাড়াচ্ছেন বাবুল, দ্বিতীয় স্থান মজবুত হচ্ছে সায়রার
বালিগঞ্জ উপ-নির্বাচন: পঞ্চম রাউন্ডের শেষে ৮,৪৯৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি পেয়েছেন ১৬,৫৪৮ টি ভোট। সিপিআইএম📖 প্রার্থী সায়রা শাহ হালিমের ঝুলিতে আছে ৮,০৪৯ টি ভোট। কংগ্রেস প্রার💎্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ২,৮২০ টি ভোট। মাত্র ১,৪১৮ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
বালিগঞ্জে চারে নেমে গেল BJP, কেয়ার ৯ গুণ ভোট পেলেন CPIM-র সায়রা, তিনে কংগ্রেস
বালিগঞ্জে চারে নেমে গেল BJP, কেয়ার ৯ গুণ ভোট পেলেন CPIM-র সায়রা, তিনে কংগ্রেস - বিস্তারিত পড়ুন এখানে।
আসানসোলে প্রথম রাউন্ডের শেষে ৬,৫০০ ভোটে এগিয়ে তৃণমূল
আসানসোল উপ-নির্বাচন: প্রꩵথম রাউন্ডের ঘোষণার গণনার শেষে এগিয়ে তৃণমূল। ৬,৫০০ ভোটে এগিয়ে আছে ঘাসফুল শিবির। চারটি বিধানসভায় (পাণ্ডবেশ্বর, বারাবনি, আসানসোল উত্তর, জামুড়িয়া) এগিয়ে তৃণমূল কংগ্রেস। তিনট বিধানসভায় এগিয়ে বিজেপি।
Ballygunge By Elections Results 2022: 'ভেবেছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ড ভাঙবেন বাবুল', আগেই হার স্বীকার দিলীপের?
Ballygunge By Elections Results 2022: 'ভেবেছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ড ভাঙবেন বাবুল', আগেই হার স্বীকার দিলীপের? – বিস্তারিত পড়ুন এখানে
'লেটস এনজয়’, বালিগঞ্জে এগিয়ে থাকার পর বললেন বাবুল
আপাতত🧜 এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বললেন, ‘লেটস এনজয়’।
আসানসোলে হাড্ডাহাড্ডি লড়াই
আসানসোল উপনির্বাচন: বিধানসভা ভোটের আসানসোল উত্তর এবং জামুড়িয়া বিধানܫসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আসানসোল দক্ষিণ এবং কুলটিতে এগিয়ে বিজেপি।
বালিগঞ্জে ক্রমশ লিড বাড়াচ্ছেন বাবুল, এগোলেন ৪০০০ ভোট
বালিগঞ্জ উপনির্বাচন: দ্বিতীয় রাউন্ডের শেষে ৪,০০০-র বেশি ভোটে এগিয়ে তৃণমূ🐭ল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়।
বালিগঞ্জে শুরুতেই এগিয়ে গেলেন বাবুল, লিড ২,১৭০ ভোটের
বালিগঞ্জ উপনির্বাচন: পোস্টাল ব্যালটের প্রথম রাউন্ডের🎃 গণনার শেষে ২,১৭০ ভোটে এগিয়ে আছেন বাবুল সুপ্রিয়।
বালিগঞ্জে প্রায় শেষের দিকে প্রথম রাউন্ডের গণনা
বালিগঞ্জ উপনির্বাচন: প্রায় শেষের দিকে পোস্টাল ব্যা🍸লটের প্রথম রাউন্ডের গণনা। কিছুক্ষণ পরেই প্রাথমিক ট্রেন্ড আসবে।
'ভেবেছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ডটা উনি ভাঙবেন…', বাবুলকে নিয়ে বললেন দিলীপ
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ: কম বার কি উনি (বাবুল সুপ্রিয়) ভোট লড়ছেন নাকি? প্রত্যেক এপ্রিল-মে মাসে ভোট হয়। ৮০ শতাংশের উপর ভোট হয় পশ্চিমবঙ্গে। সেখানে ৪০ শতাংশ ভোট পড়ছে। তার মানে, তাঁকে মানুষ পছন্দ করছেন না। ভেবেছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ডটা উনি ভাঙবেন। জানি না, কী করবেন। সেজন্য উনি নেমেছেন। কিন্তু প্রার♓্থী হিসেবে তাঁকে মেন🧸ে নেননি মানুষ। সেজন্য ভোট দিতেই যাননি।
শুরু হল বালিগঞ্জ এবং আসানসোলের ভোটগণনা
শুরু হল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের গণনা। সকাল আটটা থেকে গণনা শু♋রু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে, বাবুল সুপ্রিয় ফুল পালটালেও বিজেপি আসানসোল ধরে রাখতে পারবে নাকি ‘বহিরাগত’ আক্রমণ সামলে আসানসোলে ঘাসফুল ফোটাবে তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে নজর থাকবে বালিগঞ্জের দিকেও। সেখানে তৃণমূলের সংগঠনের উপর ভর করে বাবুল জিতবেন নাকি ‘সারপ্রাইজ’ দেবেন বাম প্রার্থী শায়র✃া শাহ হালিম এবং বিজেপি প্রার্থী কেয়া ঘোষ, তাও বোঝা যাবে।
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, দাবি বালিগঞ্জের বিজেপি প্রার্থীর
বালিগঞ্জের বিজেপি প্রার্থী🍰 কেয়া ঘোষ: আমি প্রথমদিন থেকেই আশাবাদী ছিলাম। এখনও আশাবাদী আছি। এখন আরও বেশি আত্মবিশ্বাসী।
‘আমি জিতব, বলব না….’, ভোটগণনার আগে বলে ফেললেন বাবুল
বাবুল সুপ্রিয়: মার্জিনটা কমবে। তবে আমার জেতা 🌼উচিত। শুধু আমি জিতব, সেটা বলব না। আমরাই জিতব। যা ফল হবে, তা সম্পূর্ণভাবে আমাদের সংগঠনের জয় হবে।
ছাপ্পা ভোটের অভিযোগ ওড়ালেন বাবুল
ভোটগণনা শুরুর আগে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, ‘ভোট খুব কম পড়েছে। মাত্র ৪১-৪২ শতাংশ ভোট পড়েছে♎। একদিকে ভালোই হয়েছে। ছাপ্পা ভোটের যে ফালতু অভিযোগ তুলছিল বিরোধীরা, সেটা খাটবে না। ছাপ্পা হলে তো ৬৫-৭০ শতাংশের বেশি ভোট পড়ত।’
কত রাউন্ডে গণনা হবে?
বালিগঞ্জে ১৯ রাউন্ডে ভোটগণনা হবে। আসা🅰নসোলে সেই সংখ্যাটা ১৪ থেকে ১৮ রাউন্ডের আশপাশে থাকবে।
গণনার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়
বালিগঞ্জ উপ-নির্বাচনের গণনা হবে হেস্টিংসের ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনি🔯ং কলেজে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে হবে আসানসোল উপ-নির্বাচনের গণনা। দুই গণনাকেন্♋দ্র ও স্ট্রংরুমে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।
আত্মমর্যাদার লড়াই বালিগঞ্জ এবং আসানসোলে
বাবুল সুপ্রিয়ের ছেড়ে যাওয়া আসানসোল আসন যেমন বিজেপি ধরে রাখতে মরিয়া বিজেপি, তেমনই প্রথমবার সেই আসনে ঘাসফুল ফোটানোর বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস। আশাবাদী বামও। অন্যদিকে, বাল🔯িগঞ্জকে নেহাতই ‘নেট প্র্যাকটিস' হিসেবে দেখছে তৃণমূল। তবে হাল ছাড়তে নারাজ বামেরা। পুরসভা ভোটের ফলাফলের ভিত্তিতে সেখানে অনেকটাই আশাবাদী লাল বাহিনী। সাহসী মুখ তুলে ধরার চেষ্টা করেছে গেরুয়া শিবিরও।
কে জিতেছিলেন লোকসভা ও বিধানসভা নির্বাচনে?
২০১৯ সালের লোকসভা ভোটে আসানসোলে বিজেপির ট💫িকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। ২০২১ সালের বিধানস♔ভা ভোটে বালিগঞ্জে জিতেছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
আসানসোল ধরে রাখতে পারবে BJP? বালিগঞ্জে কি জিতবেন বাবুল?
মঙ্গলবার পরীক্ষা হয়ে গিয়েছে। আজ 'রেজাল্ট আউট' হবে। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের গণনা হতে ♓চলেছে। সেই ভোটের ফলাফলে বিধানসভা বা লোকসভা - কোথাও তেমন প্রভাব পড়বে না। বরং পুরোটাই হবে আত্মমর্যাদার বিষয়।