দোকানে বারবার চুরির ঘটনা ঘটছিল। তাতে দোকানিকে লোকসানের মুখ দেখতে হচ্ছে। এ♛ই পরিস্থিতিতে চোর ধরতে এবং চুরি ঠেকাতে অভিনব পরিকল্পনা করেন তিনি। টিনের তৈরি দোকানে তিনি বি♏দ্যুৎ সংযোগ করে দেন। যাতে চোর চুরি করতে এলে ধরা পড়ে যায় বিদ্যুতের শক খেয়ে। কিন্তু উদ্দেশ্য একরকম থাকলেও ঘটনা ঘটল একদম অন্যরকম। আর তার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল পঞ্চম শ্রেণির পড়ুয়ার। আজ, সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আলোড়ন ছড়িয়ে পড়েছে। এমনকী পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, এলাকার প্রসাধনী দোকানে প্রায়ই চুরি হয়ে যায় বলে অভিযোগ দোকানির। তাই চোর ধরতে টিনের গায়ে বিদ্যুৎ সংযোগ করে দেন ওই দোকানি। সেখান দিয়ে যাচ্ছিল ওই কিশোর। ছাগলের জন্য পাতা কাটতে সেখানে গিয়েছিল। কিন্তু পাতা কাটতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। আর ঘটনাস্থলেই মারা যায়। কিশোর বালকের এমন মর্মান্তিক মৃত্যুতে তেতে ওঠে বালুরঘাট। শ🃏োকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। তাই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, আজ সোমবার এই ঘটনা ঘটেছে বালুরঘাটের খাসপুর এলাকায়। খাসপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঠিক পাশে রয়েছে প্রসাধনী সামগ্রীর দোকান। রয়েছে। এই দোকানে প্রায়ই চুরি হয় বলে দোকানির অভিযোগ। দোকানটি টিনের তৈরি হওয়ায় চুরি করার সুবিধা ছিল। তাই চুরি রুখতে দোকানের ভিতরের টিনের অংশে বিদ্যুৎ সংযোগ করে রাখেন দোকান ম𓃲ালিক। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। আজ সকালে দোকানের ভিতরে ওই কিশোরের দেহ দেখไতে পাওয়া যায়। মৃত ওই কিশোরের নাম লিটন প্রামানিক (১০)। সে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ‘মা এমন করে দাও 🐭মোদীর বদলে যোগীও যেন দেখতে পায় ওহ লাভলি’, কটাক্ষ মদনের
আর কী জানা যাচ্ছ♒ে? এই ঘটনায় ওই কিশোরের পরিবার খুনের অভিযোগ তুলেছেন। পুলিশ ওই দেহটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। আর তদন্তও শুরু করেছে। যদিও লিটনের পরিবারের দাবি, সে সকালে ছাগলের খাবারের জন্য পাতা কাটতে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর সে বাড়ি না আসায় খোঁজ শুরু হয়। এমন সময় খবর আসে প্রতিবেশী মারফত লিটন মাটিতে পড়ে রয়েছে। তখন দৌড়ে গিয়ে দেখা যায় লিট বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। আর দোকানের ভিতর থে𝓰কে তার দেহ উদ্ধার হয়। বালুরঘাট থানা এই ঘটনা নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ দফতরের কর্মীরাও।