রাজ্যে দুর্গাপ্রতিমা ভাঙচুর ও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বনধ পালন করল কার্তিক সেনা নামে একটি সংগঠন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কৃষ্ণনগর শহরে ৩ ঘণ্টার বনধ ডাকে তারা। কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে এসে কিছুক্ষণের জন্য রেল অবরোধ করেন বনধ সমর্থকরা।সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া প্রতিমা বিসর্জনের পর তা যন্ত্রচালিত করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে কিছু জায়গায়। এর পরই রাজ্যে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে কৃষ্ণনগর শহরে ৩ ঘণ্টার বনধ ডাকে কার্তিক সেনা নামে একটি সংগঠন।মঙ্গলবার সকালে গেরুয়া পতাকা নিয়ে কৃষ্ণনগর স্টেশনে আসেন বনধ সমর্থকরা। সেখানে বেশ কিছুক্ষণ রেল অবরোধ করেন তাঁরা। এর পর পুলিশ এসে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ ওঠে।সংগঠনের এক নেতা বলেন, ‘রাজ্যে দুর্গাপ্রতিমা ভাঙা হচ্ছে। অথচ পুলিশ নিশ্চুপ। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না তারা। প্রতিমা বিসর্জনের পর প্রশাসন তা করাত দিয়ে কেটে টুকরো টুকরো করছে। এভাবে প্রতিমা টুকরো করা যায় না। আমরা মোট ৫ দফা দাবিতে বনধ ডেকেছি। তবে সাধারণ মানুষের ভোগান্তি হোক আমরা চাই না। তাই পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নিলাম।’