বাঁকুড়ার ১ নম্বর বিডিও অফিসে বসে বিডিও অঞ্জন দত্তকেই চাকরি ছাড়ার হুমকি দিলেন বিজেপির𒉰 বি♑ধায়ক নীলাদ্রিশেখর দানা। বিজেপি বিধায়কের অভিযোগ, আবাস যোজনার তালিকা থেকে ইচ্ছাকৃত ভাবে বিজেপি কর্মীদের বাদ দেওয়া হচ্ছে। বিডিও অফিসে বিজেপি বিধায়কের এই ‘দাদাগিরি’র ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিজেপি বিধায়ক বলছেন, ‘পঞ্চায়েত থেকে নামের তালিকা তৈরি করে পাঠানোর পরেও বিজেপি লোকেদের নাম বাদ দেওয়া হচ্ছে।’
বিডিও-র উদ্দেশে বিজেপি বিধায়কের অভিযোগ, ‘তৃণমূল নেতারা আপনার অফিসে ঢুকছে, ফোনে কথা বলছেন। আপনি না পারলে চাকরি ছেড়ে দিন। বলে দিন, আমাকে তৃণমূলের অফিসে বসান। তৃণমূলের লোকেদের কথা মতো আপনি কাজ করছেন। আর আমাদের মিষ্টি মিষ🐓্টি কথা শোনাচ্ছেন। এসব তো শুনব না। কে কত বড় মস্তান? প্রকৃত গরিব মানুষ যেন ঘর পায়। আমি মানুষকে পরিষেবা দিতে পারছি না। আপনার কাছেও পরিষেবা পাচ্ছি না।’
এদিকে বিডিও অফিসের ঘটনা প্রকাশ্যে আসার পরও নিজের অবস্থান অনড় থাকেন বিধায়ক। তাঁর কথায়, ‘বিজেপি কর্মীদের বেছে বেছে বঞ্চিত করা হচ্ছে। আমি তাঁকে হুমকি দিতে চাইনি। তবে যদি হুমকি মনে করেন, তাহলে সেটা হুমকি।’ এদিকে ঘটনা প্রসঙ্গে বিডিও অঞ্জন দত্ত সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা প্রত্য♏েকের থেকেই শালীনতা আশা করি। ডেপুটেশন ꧋দিতে এসে কেউ কোনওদিন এরকম আচরণ করেননি।’
এর আগে শুক্রবার সকালে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে বিজেপির নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ ꦅবাধা দেয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই নিয়ে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।