২০২৫ সালের আইপিএলের নিলামꦕের শুরুতে কিছুটা সাবধানী দেখালো কলকাতা নাইট রাইডার্স শিবিরকে। বাকি অধিকাংশ দল যখন প্রায় হাত খুলেই নিলামে ক্রিকেটার নেওয়ার চেষ্টা করছে, তখন কেকেআর পুল ওয়ানে থাকা প্রথম সেটের ক্রিকেটারদের পেতে তেমন🌃 আগ্রহ দেখালো না। আইপিএল জেতানো দলের মিচেল স্টার্ককে পেতেও তেমন কোনও ইচ্ছাই দেখালেন না কেকেআর টিম ম্যানেজমেন্ট।
আইপিএলজয়ী অধিনায়ককে ছেড়ে দেয় কেকেআর-
প্রথমেই আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেয় কেকেআর। ১০ কোটির ওপর তাঁর 🅠জন্য জেতে রাজি হয়নি ভেঙ্কি মাইসোররা। অথচ সেই শ্রেয়স আইয়ারের জন্য নিলামে ঝড় তুললেন দিল্লি ক্যাপিটালস , পঞ্চাব ক্যাপিটালসের মতো ক্রিকেটাররা। সেখানে কেকেআর এই আচরণে অনেকেই কিছুটা বꦓিস্মিত।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ🐠 করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
প্লে অফে দুরন্ত পারফরমেন্স ছিল স্টার্কের-
এরপর গতবার আইপিএলের প্লে অফে দুরন্ত পারফরমেন্স ছিল মিচেল স্টার্কের। শুরুর দিকে ছন্দে ছিলেন না অজি পেসার। কিন্তু প্লে অফের আগে তিনি ছন্দে ফেরেন। সানরাইজার্সের অভিষের শর্মা, ট্রাভিস হেডদে🦩র বিরুদ্ধে কোয়ালিফায়ার ওয়ান এবং ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেন। অথচ সেই স্টার্ককে নিতে তেমন ইচ্ছাই দেখালো না কেকেআর।
আরও পড়ুন-ICC 🀅চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্🔴গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
গতবার ২৪.৭৫, এবার ১১.৭৫
গতবার ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ান পেসারকে দলে নিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এবার অনেক কম দামেই তিনি বিক্রি হলেন। মাত্র ১১.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। ফলে গতবারের অনেক কম দামেই তাঁকে চাইলে কেকেআর অন্তত নেওয়ার চেষ্টাটুকু দেখাতে পারত, অথচ আইপিএলজয়ী এই🐻 তারকাকে পেতে তেমনꩵ সদিচ্ছাই দেখালো না নাইট রাইডার্স।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নি🦂রাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
কম দামেই বিক্রি হলেন স্টার্ক-
আইপিএলের নিলামের আগে অকশনে ক্রিকেটার ধরে রাখতে গিয়ে কেকেআরের হাতে রয়েছে এখন ম💝াত্র ৫১ কোটি টাকা। তাই চেষ্টা করলেও অনেক ক্রিকেটারকে নাইট 🧔রাইডার্স হয়ত ফেরাতে পারছে এটা বাস্তব কথা। কিন্তু যে ক্রিকেটাররা দলকে সাফল্য দিয়েছেন, তাঁদের ফেরানোর চেষ্টা তো তাঁরা করতেই পারতেন। অন্তত স্টার্কের মতো যারা কম দামে বিক্রি হলেন।