আইপিএলের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার হলেন শ্রেয়স আইয়ার। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক এবারে কেকেআর ছেড়েছিলেন। কলকাতা নাইট রাইডার্স তাঁকে রাখতে চাইলেও, তিনি থাকতে চাননি। নিজের দাম বিচার করতে চেয়েছিলেন তিনি। ঠিক কত উঠতে পারে তাঁর, সেই জন্যই নিলামে উঠেছিলেন। সেখানেই সব থেকে দাবি ভারতীয় ক꧅্রিকেটার হলেন বাটলার।
শ্রেয়সকে ১০ কোটির বিশে দিতে রাজি নয় কেকেআর-
নিজেদের দলের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে পেতে নিলামের শুরু থেকেই পঞ্জাবের টক্করে ছিল কলকাতা নাইট রাইডা⛎র্সও। কিন্তু ১০ কোটি টাকার গণ্ডি পেরোতেই কেকেআরের তরফ থেকে ইঙ্গিত করা হয় যে তাঁরা আর লড়াইে নেই। এরপর শ্রেয়সের নিলাম চলতে থাকে, এবং শেষ পর্যন্ত তিনি আইপিএলের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার হয়ে যান।
শ্রেয়সকে নিয়ে সিইও কটাক্ষ-
কয়েক মাস আগেই কেকেআর সিইও আইপিএল রিটেনশনের সময় বলেছিলেন যে শ্রেয়স আইয়ার তাঁদের রিটেনশন লিস্টের শুরুতেই ছিল, কিন্তু তিনি নিজেই থাকতে চাননি। নিজের দর কত উঠতে পারে সেটা জানতেই নাকি আইপিএলের নিলামে উঠতে চান তিဣনি। একপ্রকার কটাক্ষই ছুঁড়ে দিয়েছিলেন ভেঙ্কি মাইসোর, শ্রেয়সকে।
আর💙ও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
শ্রেয়স বোঝালেন দুর্দর্শিতা-
শ্রেয়স আইয়ার কিন্তু বুঝিয়ে দিলেন তাঁর দুর্দর্শিতা। কেন তিনি কেকেআরের দেওয়া ১০-১১ কোটি টাকায় থাকতে রাজি হননি। নিজের ওপ𓂃র তার যে আস্থা ছিল, কেকেআরের দেওয়া দামের তুলনায় বেশি দামই তিনি পাবে আইপিএলের নিলামে গেলে সেটাই বোঝা গেল এদিন পঞ্জাব কিংসের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের শ্রেয়সকে নিয়ে দড়ি টানাটানি দেখে।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নির🐻াপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন💧 লিয়ন! দেখে যা করলেন কোহলি…
জাতীয় দলে ভালো যাচ্ছে শ্রেয়সের সময়-
শ্রেয়সকে পেতে ২৫ কোটির ওপর পর্যন্ত তুমুল লড়াই চলল। কিন্তু শেষ পর্যন্ত ২৬.৭৫ কোটি টাকায় মুম্বইয়ের এই ক্রিকেটারকে শেষ পর্যন্ত দলে নিল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় দলে সাম্প্রতিক সময় শ্রেয়সের পারফরমেন্স♐ তেমন না হলেও আইপিএলে কিন্তু তাঁর সময়টা ভালোই গেছে। এখন দেখার, কেকেআরের সাফল্য পঞ্চাবে গিয়েও তিনি দেখাতে পারেন কিনা।