জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরাজ সূর্যের তাবড় প্রভাব রয়েছে সকল জাতক জাতিকার জীবনে। সূর্যদেবের প💧ুজোয় বহু কষ্ট, গ্লানি মুছে যায়। নির্দিষ্ট নিয়ম মেনে সূর্য পুজো করলে, বহু সমস্যারও সমাপ্তি হয় বলে বিশ্বাস🔯 করা হয়। জ্যোতিষশাস্ত্রমতে দেখে নেওয়া যাক, এই সূর্যদেবের প্রিয় রাশি কী কী।
সূর্যদেবের আরাধনায় বহু সময়ই সকালে স্নান স✨েরে পূর্ব দিকে জল অর্পণের কথা বলা হয় শাস্ত্রে। সূর্যদেবের পুজোয় জবা ফুল অর্পণেরও কথা বলা হয়। দেখে নেওয়া যাক, সূর্যদেবের কৃপাধন্য রাশি কী কী। কোন কোন রাশি সূর্যদেবের আশীর্বাদে উন্নতির মুখ দেখছে, দেখা যাক।
মেষ
সূর্যদেবের কৃপাধন্য হন এই রাশির জাতক জাতিকারা। মেষ রাশির স্বামী মঙ্গলগ্রহ। এই মেষ রাশিকেই সবচেয়ে প্রথম রাশি বলে মনে করা হয়। সূর্যদেবের কৃপাধন্য হওয়ায় এই রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর হন। এঁরা বহু বিধ বিষয়ে সাহসী হন। এঁরা পরিশ্রমের ফল পান সর্বদা। এঁরা নিজের কাজ নিয়ে খুবই সৎ। এঁরা নিজের কাজের প্রতি সৎ থাকতে ভালোবাসেন। সূর্যদেবের🌌 কৃপায় এঁরা সব ক্ষেত্রে নাম করেন।
( NEET UG Exam Pattern: পেন-পেপারের দিন শেষ? নিট ইউজি এবার থেকে অনলাইনে, ꧙দাবি রিপোর্টেꦓর)
সিংহ
সিংহ রাশি হল, সূর্যদেবের আপন রাশি। এই রাশির লোকজনকে সূর্যদেবের প্রিয় রাশির সদস্য বলে মনে করা হয়। এঁরা সব কাজে নেতৃত্ব দিতে পারেন। ফলে সকলেই এঁদের খুবই সমীহ করে চলেন। এঁরা সামনে থেকে পরিস্থিতির মোকাবিলা করতে পছন্দ করেন। সূর্যদেবের কৃপাধন্য রাশি💖গুলি কেরিয়ারে খুবই সাফল্য অর্জন করে থাকে।
ধনু
ধনু রাশির স্বামীগ্রহ বৃহস্পতি। আর বৃহস্পতিকে দেবগুরু মনে করা হয়। সূর্যদেবের কৃপায়, ধনু রাশির জাতক জাতিকারা বোঝদার ও বুদ্ধিমান হন। শিক্ষা, ন্যায়, লেখালেখির ক্ষেত্রে এঁরা সাফল্য অর্জন করে থাকেন। ব্যবসাতেও এঁরা সূর্যদেবের কৃপায় বিফল 🐷হন না সাধারণত। এই রাশির জাতক জাতিকারা অর্থ, বিলাসের তুঙ্গে থাকেন সর্বদা।
(এই প্রতিবেদনের তথ্য় মান্যতা নির্ভর। এর সত্যতা যাচ🔯াই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )