রাত পোহালেই কালীপুজো। কলকাতা–সহ জেলায় এই কালীপুজো বড় আকারে হয়। তবে কলকাতার থেকে জেলায় কালীপুজো বেশি হয় এবং বড় আকারে হয়। নানা থিম নিয়ে কালীপুজো জেলাতেই দেখা যায়। আর তাই কলকাতা মানুষজন কালীপুজো দেখতে জেলায় হাজির হন। সারারাত কালীপুজো দেখার চলও আছে। এই কালীপুজোয় বারাসত, মধ্যমগ্রামে বি♏পুল পরিমাণ মানুষের ভিড় উপচে পড়ে। এই আবহে আজ, বুধবার দুপুরে বি🃏ধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। একটি তেল কারখানায় আগুন লাগে। তার জেরে ঝলসে গিয়ে মারা গিয়েছেন কারখানার একজন শ্রমিক। অগ্নিদগ্ধ একাধিক। কয়েকজন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। অকুস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।
এদিকে কালো ধোঁয়ায় ঢেকেছে মধ্যমগ্রামের গোটা চত্বর। আগুনে ঝলসে গিয়েছেন অনেকজন শ্রমিক। একজন মারা গিয়েছেন বলে সূত্রের খবর। অগ্নিদগ্ধদের একে একে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেমন করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটা এখনও স্পষ্ট নয়। উদ্ধার করা অ🦋গ্নিদগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তবে ঠিক কতজন অগ্নিদগ্ধ হয়েছেন সেটা এখনও জানা যায়নি। দমকল বাহিনীর সঙ্গে স্থানীয়রা যৌথভাবে আগুন নেভানোর কাজ করেছে। আশঙ্কা করা হচ্ছে, তেল কারখানার 🦄ভিতরে অনেকে আটকে রয়েছেন।
আরও পড়ুন: রাত পোহালেই কালীপুজো, যানজট থেকে নিরাপত্তায় প্রস্তুত পুলিশ, বারাসাতে যান নিয়ন্ত্রণ
অন্যদিকে তেল কারখানায় আগুন লেগেছে দেখে কর্মীরাই সেই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে তাঁরা খবর দেন দমকল বাহিনীকে। এই তেল কারখানায় তখন হাজির হয় দমকল বাহিনী। রাসায়নিক–সহ অন্যান্য দাহ্য বস্তু অতিরিক্ত থাকায় কম সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রায় গোটা কারখানায়। তার জেরে ভস্মীভূত হয়ে যায় তেল কারখানা। মধ্যমগ্রামের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় অবস্থিত ওই রাসায়নিক কারখানা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ত🤪ুমুল আলোไড়ন ছড়িয়ে পড়েছে এলাকায়।
এছাড়া কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে উঠছে অভিযোগ। তবে এই অভিযোগ খতিয়ে দেখছে দমকল বাহিনী। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে কারখানা কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া মেলেনি। অগ্নিদগ্ধদের উদ্ধার করে তৎপরতার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। কালীপুজোর প্রাক্কালে এমন আগুন লাগায় ব্যাপক ক্ষতি হয়ে গেল। আর্থিক এবং মানুষের জীবনের ক্ষতি হয়ে গেল। 𒆙কালীপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে বারাসাত–মধ্যমগ্রাম। তার মধ্যেই এল শোকের ছায়া।