মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের ব্যবহার করা খাট বাংলাদেশ থেকে পৌঁছল ভারতে। গতকাল পেট্রাপোল বন্দরে বাংলাদেশ থেকে পৌঁছয় প্রায় ২০০ বছরের পুরনো এই খাট, যাকে ঘিরে জড়িত রয়েছে মতুয়াদের আবেগ। কার্যত ডঙ্কা, কাঁশি বাজিয়ে মতুয়া ভক্꧙তরা এই খাটকে ভারতে আনেন। সেখানে ছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, মতুয়া নেতা সুব্রত ঠাকুর এবং বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সামনেই রয়েছে লোকসভা ভোট তার আগে বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুরের খাট এনে বিজেপি মতুয়াদের মন জয় করতে চাইছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে গোপালগঞ্জের ওড়াকান্দিকে মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের জন্মভিটেয় গিয়েছিলেন। আর লোকসভা ভোটের আগে গুরুচাঁদ দাসের ব্যবহার করা খাট বাংলায় আনা হল। পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। ফলে তাঁর ব্যবহার করা ঘাট ভারতে আনায় খুশি 🧸মতুয়া ভক্☂তরা। এ বিষয়ে বাংলাদেশের তরফ থেকে মতুয়া ধর্মের পদ্মনাভ ঠাকুর জানান, ‘ঠাকুরনগরে গুরুচাঁদ ঠাকুরের নামে একটি মিউজিয়াম তৈরি করা হবে। তার জন্যই এই খাট ভারতে আমরা মতুয়াসংঘের হাতে তুলে দিচ্ছি।’ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপির লোকসভার সাংস♒দ শান্তনু সেন বলেন, ‘মিউজিয়ামের জন্য আমরা প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে খাট নিয়ে এলাম। পরবর্তীকাল তাঁর ব্যবহার করা আরও অন্য🎶ান্য জিনিস নিয়ে আসব।’