শিয়ালদহ দক্ষিণ শাখায় মগরাহাট স্টেশনের পাশেই মুণ্ডুকাটা অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন নিত্যযাত্রীরা। পুলিশ ওই মহিলার পরিচয় জানতে পেরেছে। তদন্ত শুরু হয়েছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু নাকি কেউ খুন করে ফেলে রেখে গেছে, পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম রেখা মণ্ডল। স্বামীর নাম প্রবীর মণ্ডল। রেখা ও প্রবীর পূর্ব বেলাড়িয়া গ্রামের বাসিন্দা। রেখার স্বামী জানিয়েছেন, রাতে খাওয়া দাওয়ার পর স্বামীর পাশে শুয়েছিলেন। মাঝরাতে রাত আড়াইটে নাগাদ তাঁর ঘুম ভেঙে যায়। কিন্তু তিনি স্ত্রীকে দেখতে পাননি। এভাবে যে তাঁর স্ত্রীর মৃত্যু হবে, তা বুঝে উঠতে পারছেন না। পুলিশের কাছ থেকে মৃত্যুর খবর পেয়েছেন। রেখার পরিবারের সদস্যদের দাবি, রীতিমতো চক্রান্ত করে রেখাকে খুন করা হয়েছে। এদিন মগরাহাট স্টেশনের কাছে মুণ্ডুকাটা অবস্থায় মহিলার দেহকে পড়ে থাকতে দেখে ডায়মন্ডহারবার জিআরপিতে খবর যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরই পুলিশ মহিলার আসল পরিচয় জানতে পারে। পুলিশ ওই ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মৃত্যু নাকি কেউ অন্য জায়গায় খুন করে ফেলে রেখে দিয়ে গেছে, পুলিশ তা খতিয়ে দেখছে। তবে রেখার এভাবে মৃত্যুকে মেনে নিতে পারছেন না তাঁর অনেক আত্মীয়রাই। তাঁদের মধ্যে একজন জানান, খুবই হাসিখুশি ছিল সে। হঠাৎ করে কীভাবে যে এই ধরনের ঘটনা ঘটে গেল, বুঝতে পারছি না।